Kashmir: একের পর এক হত্যাকাণ্ড! এ বার কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রয়াত রাজস্থানের বাসিন্দা ব্যাঙ্ক কর্মী
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Kashsmir: কাশ্মীরে একের পর এক গুলিচালনার ঘটনায় কাশ্মীরী পণ্ডিত থেকে অন্য সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগের জন্ম দিয়েছে।
#কাশ্মীর: দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোরা এলাকায় একজন স্কুল শিক্ষক নিহত হওয়ার ঠিক দু'দিন পর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে রাজস্থানের বাঙ্ক ম্যানেজার নিহত হয়েছেন। নিহতের নাম বিজয় কুমার। তিনি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আরে, মোহন পোরার এলাকাই দেহাতি ব্যাঙ্কে কাজ করতেন। তাঁর বাড়ি রাজস্থানের হনুমানগড়ে। জঙ্গিদের গুলিতে তিনি আহত হওয়ার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কাশ্মীরে একের পর এক গুলিচালনার ঘটনায় কাশ্মীরী পণ্ডিত থেকে অন্য সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগের জন্ম দিয়েছে। জম্মু-কাশ্মীরের বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, "আবারও লজ্জাজনক এক জঙ্গি হামলার ঘটনায়স মৃত্যু হল এক ব্যক্তির। এলাকাই দেহাতি ব্যাঙ্কের ব্যাঙ্ক ম্যানেজার, রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার কুলগামে সন্ত্রাসীদের বুলেটের কবলে পড়েন৷ এখন সরকারি কর্মচারীদেরও টার্গেট করছে জঙ্গিরা। এটি একটি গুরুতর বিষয় এবং উদ্বেগের বিষয়। সহিংস এই দুষ্টচক্র বন্ধ করার জন্য নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি কৌশল তৈরি করা উচিত এ বার।"
advertisement
advertisement
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও সমবেদনা জানিয়ে টুইট করেছেন, বলেছেন "কোনও হামলার নিন্দা করতে করতে এবং মৃত্যুকে সমবেদনা জানাতে ট্যুইট করা একটি মন স্তব্ধ করার মতো নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে"। “বিজয় কুমারের হত্যার কথা শুনে খুবই দুঃখিত আমি। একটি আক্রমণের নিন্দা এবং একটি মৃত্যুকে শোক জানাতে ট্যুইট করা একটি মনকে অসাড় করে দেওয়ার ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিবারগুলির এ ভাবে ধ্বংস হওয়া দেখা হৃদয়বিদারক,” তিনি বলেছিলেন।
advertisement
কাশ্মীরে একের পর এক ঘটে যাওয়া হত্যার ঘটনার তালিকায় শেষ সংযোজন বিজয় কুমারের উপর হামলা। মঙ্গলবার, স্কুল শিক্ষিকা রজনী বালা জঙ্গিদের হাতে নিহত হন, তার স্বামী বারবার অনুরোধ সত্ত্বেও তাকে নিরাপদ স্থানে স্থানান্তর না করার জন্য প্রশাসনকে দায়ী করেন। গত সপ্তাহে, বদগামের চাদুরা এলাকায় লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীরা তার উপর গুলি চালানোর পর টিভি শিল্পী আমরিন ভাট মারা যান। ১২ মে, রাহুল ভাট, ২০১১-১২ সালে অভিবাসীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে একজন কর্মী, মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় তার অফিসে লস্কর-ই-তৈবার সন্ত্রাসীদের হাতে তিনি প্রাণ হারিয়েছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 1:10 PM IST