স্থানীয় বাসিন্দা প্রাণেশ চন্দ্র দাস জানান, “দীর্ঘ সময় আগে থেকে স্থানীয়রা সেতুটি সংস্কারের দাবি জানাচ্ছেন। প্রশাসনিকভাবে শুধুমাত্র সেতু পরিদর্শন করা হয়েছিল। কিন্তু আদতে সংস্কার হয়নি আজও। বেহাল সেতুর ওপর দিয়ে ইট বোঝাই ট্রাক যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। সেতুর মাঝখান থেকে ভেঙে পড়ে, আর এতেই ট্রাকটি আটকে যায়। প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে এই সেতুর ওপর দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনিক নির্দেশিকা ছিল তারপরেও প্রশাসনের সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারী ট্রাক চলাচল করায় এই বিপত্তি ঘটে।”
advertisement
সিতাইয়ের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের হলধর বর্মন জানান, “দীর্ঘ সময় ধরে বেহাল থাকা সেতুর কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আর্জি জানানো হয়েছে প্রশাসনিক ভাবে। তবে এখনও পর্যন্ত কোন প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং সাংসদকেও জানানো হয়েছে। সকলেই প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত এই কাজটি সম্পন্ন করা হবে। যাতে বিস্তীর্ণ এলাকার মানুষদের চলাচলের ক্ষেত্রে কোন প্রকার সমস্যা তৈরি না হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের একাংশের মতামত শুধুমাত্র প্রশাসনের উদাসীনতায় এই ঘটনা ঘটেছে এমন নয়। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই পথে ভারী যানবহন চলাচল করার কারণেই এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে সকলকে। স্থানীয়রা চান খুব দ্রুত সেতুটি সংস্কার করা হোক। এই এলাকায় চলাচলের ক্ষেত্রে এই সেতুর গুরুত্ব রয়েছে অনেকটাই। এলাকার বাচ্চারা এই পথেই স্কুলে যাতায়াত করে। এছাড়াও বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম এই সেতুর গুরুত্ব অনেকটাই রয়েছে সিতাই এলাকায়।
Sarthak Pandit