TRENDING:

North Bengal Trip: পাহাড়ের কোলে পাইন-ধুপির জঙ্গলে ঘেরা অপরূপ এই হ্যামলেট! মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন

Last Updated:

North Bengal Trip: তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন, তাই এই জায়গাটির নাম লামাহাট্টা। আর লামাহাটার দর্শনীয় স্থান হল লামাহাটা ইকোপার্ক ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না। আর এমন সৌন্দর্য উপভোগ করতে আপনাকে আসতেই হবে লামাহাটা ইকোপার্কে। দার্জিলিং থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট গ্রাম হল এই লামাহাট্টা বা লামাহাটা, উচ্চতা প্রায় ৫৭০০ ফুট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম।
advertisement

লামা কথার অর্থ হল বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা কথার অর্থ হল বাসস্থান অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হল যেখানে বৌদ্ধরা বাস করেন, ভারত সরকার তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন, তাই এই জায়গাটির নাম লামাহাট্টা বা লামাহাটা। লামাহাটার দর্শনীয় স্থান হল লামাহাটা ইকোপার্ক। একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপর দিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য তার সঙ্গে বিভিন্ন রঙ্গিন ফুলের গাছ ও প্রজাপতি এইসব পেয়ে যাবেন এই লামাহাট্টা ইকো-পার্কে, এই পার্কে বিভিন্ন স্থানে বসে থাকার জাায়েগা করা হয়েছে যেখানে বসে প্রকৃতি প্রেমিরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন।

advertisement

আরও পড়ুনঃ সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? এই উপায়টি মেনে চলুন, ঘুম ভাঙবে রোজ অ্যালার্ম ছাড়াই! শরীরও থাকবে চনমনে

প্রসঙ্গত, এই পার্কে প্রবেশ করার জন্য টিকেট কাটতে হবে যার মূল্য ১৫ টাকা জনপ্রতি। লামাহাটা হল ভ্রমণকারীদের জন্য একটি নিখুঁত গন্তব্য যারা শহুরে জীবনের গুঞ্জন থেকে বেরিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য্য উপভোগ করতে চান এবং ভ্রমণপ্রিয় মানুষের জন্য এটি একটি সুন্দর জায়গা হয়ে উঠেছে। এর অসাধারণ এবং বিস্ময়কর ফুলগুলি জায়গাটির সৌন্দর্যকে আরো প্রস্ফুটিত করে এবং নার্সারিগুলি একটি আলাদা মাত্রা জুড়ে দেয়। লামাহাটা দার্জিলিং এবং কালিম্পং-এর মতো সমস্ত ভ্রমণ কেন্দ্রের সঙ্গে অনেক বেশি যুক্ত।

advertisement

আরও পড়ুনঃ সন্তানের পড়াশোনায় কোনও মন নেই? সামনেই ফাইনাল পরীক্ষা, তার আগে জবরদস্ত টিপস দিলেন মনোবিদ

লামাহাটা পৌঁছবেন কীভাবে ?

লামাহাটা পৌঁছতে হলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে এনজিপি স্টেশন থেকে যদি বাসে আসেন তবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এবং অথবা যদি আপনারাা ফ্লাইটে আসেন তবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে লামাহাটার জন্য সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে আসতে পারেন ।

advertisement

সরাসরি গাড়ি ভাড়া করে আসলে আপনাদের গাড়ি ভাড়া পরে যাবে, যদি ছোট গাড়ি ভাড়া করেন তবে সেক্ষেত্রে খরচ পরবে ২০০০ থেকে ৩০০০ টাকা অথবা আপনার যদি বড় গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে পড়ে যাবে ২৫০০ থেকে ৩৫০০ টাকা। এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে লামাহাটা পৌঁছাতে পারবেন। শেয়ার গাড়িতে এলে খরচ পরবে প্রায় ৪০০-৬০০ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Trip: পাহাড়ের কোলে পাইন-ধুপির জঙ্গলে ঘেরা অপরূপ এই হ্যামলেট! মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল