আরও পড়ুন: নিজে অক্ষম, তাই বাবা এবং দাদাকে দিয়ে বউকে জোর করে সঙ্গম করাল স্বামী! শিউরে ওঠার মতো ঘটনা
জলপাইগুড়ি শহরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে এবার আরও এক ধাপ এগোল জেলা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে গোপনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বর্তমানে মোট ১১৯টি ক্যামেরা সক্রিয়ভাবে নজর রাখছে শহরের প্রতিটি কোণায়, যাতে কোনও ঘটনাই পুলিশের চোখ এড়াতে না পারে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, “শুধু পুলিশের উদ্যোগে নয়, নাগরিকদেরও এই কাজে অংশগ্রহণ জরুরি। যারা নতুন বাড়ি বানাচ্ছেন, যদি বাড়ির সামনে একটি করে সিসিটিভি ক্যামেরা বসান, তাহলে নিজের বাড়ি তো বটেই, আশপাশের এলাকাও সুরক্ষিত থাকবে। কোনও দুর্ঘটনা বা অপরাধ ঘটলে প্রমাণ হাতে পাওয়া সহজ হবে।”
advertisement
আরও পড়ুন: আধার কার্ড থাকলেই কি ভারতের নাগরিক? SIR মামলায় স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট! দেখুন ভিডিও
অতীতে চুরি, ছিনতাই থেকে শুরু করে একাধিক অপরাধের তদন্তে সিসিটিভি ফুটেজ ছিল পুলিশের হাতের বড় অস্ত্র। এক মহিলার চুরি হওয়া গলার হার উদ্ধারের মতো ঘটনাতেও এই প্রযুক্তি বড় ভূমিকা নিয়েছে। পুলিশের দাবি, এই নজরদারি ব্যবস্থা কেবল অপরাধীদের ধরতে নয়, অপরাধ ঘটার আগেই প্রতিরোধে সহায়ক।
শহরের এক বাসিন্দা বললেন, “আগে রাতের বেলা রাস্তায় হাঁটার সময় ভয় লাগত। এখন মনে হয় কেউ আমাদের দিকে নজর রাখছে, তাই নিরাপত্তার অনুভূতি বেড়েছে।” পুলিশের এই উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা ও আস্থার সঞ্চার করছে। প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থা জলপাইগুড়িকে শুধু নিরাপদ করবেই না, অপরাধীদেরও সাবধানবার্তা দিচ্ছে—আইন সব সময় নজর রাখছে!





