আবারও শহর সংলগ্ন চা বাগানে এমনও আতঙ্ক। ফের চা বাগানে লেপার্ড হামলায় আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে। শনিবার সকালে প্রতিদিনের মতো চা বাগানে কাঁচা পাতা তুলতে গিয়েছিলেন চা শ্রমিকরা। সেখানেই চিতাবাঘের হামলায় গুরুতর আহত চা বাগানের শ্রমিক। আহতকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি, চাঞ্চল্য সৈকতে
advertisement
জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জখম শ্রমিক জলপাইগুড়ি ভান্ডিগুড়ি করলা লাইনের বাসিন্দা বাগানের ৬০ নম্বর ব্লকে পাতা তোলার কাজ করছিলেন। ঝুটুং ওরাও ( ৪০) গুরুতর আহত হন। ওই ব্যক্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।বন দফতরের হস্তক্ষেপে দাবি করেছেন বাসিন্দারা। তারপরেই এদিন সকালেই চা বাগানে বন দফতর চিতাবাঘ ধরতে খাঁচা পাতে।






