আরও পড়ুনঃ ঝেঁপে আসছে ঝড়বৃষ্টি! বইবে প্রবল ঝোড়ো হাওয়া…! দক্ষিণে তোলপাড়! কোন কোন জেলায় বৃষ্টি? বলে দিল আলিপুর!
কৃশানু কুন্ডুর বয়স ৫৬ বছর। তার ছোট থেকেই শখ গান বাজনা সেটাও আবার সকলের থেকে অন্যরকম ভাবে। শিল্পী নিজেই দাঁতে জিভ ঠেকিয়ে স্কেল বদল করেন সমান তালে বাজান তবলা ও। দাঁতে জিভ ঠেকিয়ে শিস দিয়ে তিনি গানও করেন। যাকে ইংরেজিতে বলে “সিঙ্গিং হুইসলিং” । বাংলায় যাকে কটাক্ষ করে অনেকে বলেন টিটকারি কাটা। শিল্পী কৃশান কুন্ডু জানান, এখানে শিস দাওয়া মানে কাউকে টিটকারি কাটা । কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গিং হুইসলিং অত্যন্ত জনপ্রিয়।
advertisement
কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে কলেজের সমস্ত নন টিচিংদের নিয়ে একটি নাটকের আয়োজন করেছিলাম। নাটকে বনের পরিবেশ তৈরি করতে কৃষাণু বাবু বিভিন্ন ধরনের পশু পাখির ডাক শিস দিয়ে করে ছিলেন। এটা সত্যি এক বিরল প্রতিভা। পশু পাখিদের ডাক হোক কিংবা কোন গান শিস দিয়েই অনর্গল গেয়ে ফেলেন এই শিল্পী যে সকলের কাছেই বেশ অবাক করে।
পিয়া গুপ্তা