TRENDING:

North Bengal news: ডুয়ার্সে ফের শুরু হাতি সাফারি! পর্যটকদের জন্য খুশির খবর, কত খরচ, কী ভাবে বুকিং করবেন?

Last Updated:

Elephant Safari: গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার কথা ভাবছেন? জেনি, মাধুরীর পিঠে চড়েই রোমাঞ্চকর ট্রিপ হবে দুর্দান্ত। বসন্ত উৎসবের আগেই ভ্রমণ প্রেমীদের জন্যই দুর্দান্ত খবর নিয়ে হাজির বন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার কথা ভাবছেন? জেনি, মাধুরীর পিঠে চড়েই রোমাঞ্চকর ট্রিপ হবে দুর্দান্ত। বসন্ত উৎসবের আগেই ভ্রমণ প্রেমীদের জন্যই দুর্দান্ত খবর নিয়ে হাজির বন দফতর।
advertisement

আরও পড়ুন: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?

বহুদিন বন্ধ থাকার পর আবার চালু হল গরুমারার জনপ্রিয় হাতি সাফারি। শুধু তাই নয়, খরচও কমানো হয়েছে, যা পর্যটকদের জন্য আরও স্বস্তির খবর। কয়েক বছর আগে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে দুটি হাতি জেনি ও মাধুরী, গোরুমারার ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে আনা হয়েছিল। মূলত সাফারির জন্যই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তবে বন দফতরের সিদ্ধান্তে কিছুদিন ধরে এই সাফারি বন্ধ ছিল। এবার ফের তা চালু করল বন দফতর।

advertisement

আরও পড়ুন: ট্রলিব্যাগ কাণ্ডে কী করে খুন বৃদ্ধা? দেহ কী ভাবে ভরা হল ট্রলিতে? হাড়হিম ঘটনার বিরাট আপডেট

হাতির পিঠে চড়ে সবুজে মোড়া গোরুমারার গভীর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। বন দফতরের ঘোষণা অনুযায়ী, আগে যেখানে হাতি সাফারির জন্য প্রতি পর্যটককে ১৪০০ টাকা খরচ করতে হত, এখন সেই খরচ কমিয়ে ১২০০ টাকা করা হয়েছে। তবে আপাতত অনলাইনে টিকিট বুকিং চালু হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

শীঘ্রই অনলাইন বুকিং ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছে বন দফতর। এছাড়াও বনদফতর সূত্রের খবর, বর্তমানে প্রতিদিন সকাল ও বিকেলে মোট তিনবার সাফারির আয়োজন করা হবে— সকাল ২ বার ও বিকেলে ১ বার। ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণীর টানে যারা বারবার ছুটে যান, তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক সুখবর। তাই ছুটির মরশুমে পরিকল্পনা করতে চাইলে এখনই প্রস্তুতি নিয়ে ফেলুন!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal news: ডুয়ার্সে ফের শুরু হাতি সাফারি! পর্যটকদের জন্য খুশির খবর, কত খরচ, কী ভাবে বুকিং করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল