শুক্রবার সকালে বাগানের গেটের কাছে কাঞ্চা অসুরের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান বাগানের অন্যান্য শ্রমিকরা (North Bengal News)। সঙ্গে সঙ্গে বষয়টি নাগরাকাটা থানার পুলিশ আধিকারিকদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন নাগরাকাটা থানার আই সি কৌশিক কর্মকার। দ্রুত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
advertisement
পুলিশ,ও স্থানীয় মানুষদের প্রাথমিক ধারনা কাঞ্চা অসুরকে হত্যা করা হয়েছে। একই দাবি মৃতের পরিবার সুত্রেও। জানা যায়, মৃত ব্যাক্তি শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম (North Bengal News) ছিলেন। এদিক ওদিক দিন মজুরি করে তাঁর জীবন চলত। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। তাহলে কি কারণে তাঁকে খুন করা হল তা নিয়ে ধন্দ্বে পড়েছে পুলিশ।
আরও পড়ুন : হাতে লেখা 'মনের কথা'! SSKM থেকে ছুটি পেলেন মদন মিত্র, কী লিখলেন সাদা কাগজে?
স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, আমায় স্থানীয় বাসিন্দারা ফোন করে জানায় কাঞ্ছা অসুর নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখতে পাই কাঞ্ছা অসুর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিশেষভাবে সক্ষম ছিল কাঞ্ছা অসুর তথাপি সে ছোটোখাটো কাজ করে নিজের পেট চালাতো। খুব ভালো মানুষ ছিল। কী ভাবে কারা মেরেছে তাঁকে তা জানি না। আমরা চাই দোষী ব্যক্তি কঠোর শাস্তি পাক। নাগরাকাটা থানার আই সি কৌশিক কর্মকার বলেন, মৃতদেহ দেখে অনুমান হচ্ছে কাঞ্চা অসুরকে হত্যা করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
শেখ রকি চৌধুরী