১৯ জানুয়ারি তালমা এলাকা থেকে সুপারি চুরির অভিযোগে জলপাইগুড়ির কোতোয়ালি পুলিশের হাতে রাজা ওতার বন্ধুকে তুলে দেয় বাসিন্দারা বলে খবর। আজ রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া পরিবারে। পরিবারের অভিযোগ, পুলিশ লক আপে রাজাকে মারা হয়েছে। রাজার সঙ্গীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজমাধমে।
আরও পড়ুন: ‘হাসিনাকে ফেরত না দিলে…’, ভারতকে ফের হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের! জানিয়ে দিল পরিণতির কথাও
advertisement
পুলিশের মারেই মৃত্যু হয়েছে রাজার, এমনটাই অভিযোগ উঠে আসছে। অপর দিকে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এক বার্তায় জানিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের, পুলিশের মারে মৃতুর খবরটি সঠিক নয়। যদিও শোকে কাতর মৃত রাজা রায়ের স্ত্রী ডাঙ্গি রায় বলেন, “সোমবার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম পুলিশ দেখাও করতে দেয়নি। আমার দুটি সন্তান রয়েছে, তাদের কী হবে এখন”।
আরও পড়ুন: ঘুরে দাঁড়ালেও ভারতের ধারেকাছেও নেই পাকিস্তান! জানেন ভারতের ১ টাকা মানে পাকিস্তানের কত?
অপরদিকে মৃত রাজা রায়ের বাবা ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা গতকাল থানায় গিয়েছিলাম ছেলেকে দেখতে। তখন পুলিশ জানাল এক্সিডেন্ট হয়েছে জলপাইগুড়ির দশ তলায় (সুপার স্পেশালিটি হাসপাতাল) ভর্তি আছে, সেখানে গিয়ে দেখি আমার ছেলে মৃত”।