আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে দিনের দেখা মিলবে। দার্জিলিং এর আকাশ কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা থাকলেও মনোরম পরিবেশ বজায় থাকবে। দার্জিলিং এর এমন আবহাওয়া পর্যটকদের কাছে সুখবর এনে দিয়েছে। দার্জিলিং এর পাশাপাশি কালিম্পঙ্গেও আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন, তবে হালকা রোদের দেখা মিলবে।
আরও পড়ুন: সিকিম যাওয়ার জাতীয় সড়কে ধস! চরম সমস্যায় যান চলাচল, কোন রুটে গেলে জ্যামে পড়তে হবে না, দেখে নিন
advertisement
অন্যদিকে জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। দক্ষিণ দিনাজপুরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই শুক্রবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর। কোনও কোনও জেলার আকাশ আংশিক মেঘে ঢাকা থাকলেও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে।