ধস নামার পর রাতভর যুদ্ধকালীন তৎপরতাই সংস্কারের কাজ চালানো হয়। আর সেই সংস্কারের কাজ চালানোর পর ২৯ মাইলে একমুখী যান চলাচলের অনুমতি দেওয়া হয়। ছোট গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। এর ফলে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে এলাকায়। প্রশাসনের তরফে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি-সহ অনেক! এখন কেমন রয়েছেন তাঁরা
advertisement
১০ নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বাংলা থেকে সিকিম অথবা সিকিম থেকে বাংলা যাতায়াতকারী যানবাহনকে সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য যে সকল বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি হল—
আরও পড়ুন: ৩০ লক্ষের বিগ বাজেটের কালীপুজো! নজরকাড়া থিম, জানলে ছুটে আসবেন পূর্ব মেদিনীপুরের ‘এই’ মণ্ডপে
শিলিগুড়ি-সিকিম বিকল্প পথ
- শিলিগুড়ি-কার্শিয়ং-জোরবাংলো-পেশক-তিস্তাবাজার-চিত্রে-রংপো।
- শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভআ-আলগাড়া-কালিম্পং-চিত্রে-মল্লি-রংপো।
শিলিগুড়ি-কালিম্পং বিকল্প পথ
- শিলিগুড়ি-কার্শিয়ং-জোরবাংলো-পেশক-তিস্তাবাজার-চিত্রে-কালিম্পং।
- শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভআ-আলগাড়া-কালিম্পং।
এ পাশাপাশি প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কার চালানো হচ্ছে, যাতে করে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল ও গেলখোলার মাঝের ধস সংস্কার করে যান চলাচল পুরোপুরি ভাবে স্বাভাবিক করা যায়।