বন্যার জলে ভেসে গিয়েছিল বই। কিন্তু, ফের ফিরে এল শিক্ষার আলো। শিক্ষার আলোয় যে বদলাতে পারে জীবন। ভয়াবহ বন্যায় সব হারিয়েছিল তারা! ঘরবাড়ি, ভিটেমাটি, আর সবচেয়ে কষ্টের, স্কুলের বই-খাতা। টলটলে জলের স্রোতে ভেসে গিয়েছিল পড়ুয়াদের ভবিষ্যতের স্বপ্নও। কিন্তু ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে সেই অন্ধকার ভেদ করল আশার আলো।
advertisement
জলপাইগুড়ি জেলা শিক্ষা দফতরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল নতুন বই, খাতা ও কলম। এদিন গধেয়ারকুঠি সহ আশপাশের বন্যা বিধ্বস্ত গ্রামগুলিতে শিক্ষা দফতরের কর্মীরা পৌঁছে দেন শিক্ষাসামগ্রী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে বই, খাতা ও কলম দেওয়া হবে বলে জানিয়েছে দফতর। ইতিমধ্যেই প্রথম দফার কাজ শুরু হয়েছে। শীঘ্রই প্রত্যেক পড়ুয়ার হাতে পৌঁছে যাবে পূর্ণ বই সেট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। কেউ ত্রাণ শিবিরেই বই খুলে পড়া শুরু করেছে, কেউ আবার নতুন খাতায় নাম লিখে হাসছে। আনন্দের এই মুহূর্তেও রয়েছে কিছু উদ্বেগ “বই রাখার জায়গা নেই, ঘর নেই, পড়ার মতো পরিবেশও এখনও তৈরি হয়নি,” বলে জানিয়েছে এক পড়ুয়া। তবুও তাদের চোখে ভরসার দীপ্তি। তারা জানে, সব কিছু হারিয়ে গেলেও শিক্ষার আলো নিভে যেতে দেওয়া যাবে না। ছোট্ট এক ছাত্রীর দৃঢ় কণ্ঠে প্রতিধ্বনি উঠল, “বন্যা আমাদের বই ভাসিয়েছে, কিন্তু পড়ার ইচ্ছে ভাসাতে পারবে না।”