TRENDING:

North Bengal: ‘কেউ কি নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চায়...’! গোটা এলাকা যেন ‘মৃত্যুপুরী’, দুর্যোগ কাটিয়ে কী অবস্থা উত্তরবঙ্গে?

Last Updated:

North Bengal: কারও চিন্তা মেয়ে রক্ত পাবে তো? কেউ আবার দু-মুঠো খাদ্যের খোঁজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কারও চিন্তা মেয়ে রক্ত পাবে তো? কেউ আবার দু-মুঠো খাদ্যের খোঁজে। সাপের ভয়ে সিঁটিয়ে থাকা গ্রামে, বেঁচে থাকার লড়াই এখন চ্যালেঞ্জ। তছনছ হয়ে যাওয়া ময়নাগুড়ির ঢেড়ার বাড়ি যেন সব হারানোর দেশ। কাদা মাখা পথ পেরিয়ে কোনও বাড়ির দাওয়ায় পৌঁছলেই চোখ আটকে যাবে৷ সাধের সাদা কালো টিভি উল্টো করে রাখা।
* কেউ কি নিজের মেয়েকে, ভেসে দিতে চায়........
* কেউ কি নিজের মেয়েকে, ভেসে দিতে চায়........
advertisement

যেন শীতের নরম আদর মাখানো রোদ পোহাচ্ছে সে। কোথাও আবার ন্যাড়া দেওয়ালে ঝুলছে ঢোল। সারা শরীরে কাদা মেখে। দু’মুঠো অন্নের খোঁজে ত্রাণে পাওয়া ডালের প্যাকেট খোলার চেষ্টা বছর আশির বৃদ্ধা ঝঙ্কার রায়৷ আর ওই দিকে চোখের জলে নিজেকে সামলানোর চেষ্টা করছে আরতি সরকার। আরতি বলে ওঠে, কেউ কি নিজের মেয়েকে মেরে ভাসিয়ে দিতে চায়৷ প্রতিমাসে মেয়ের রক্ত লাগে। ওর রক্তের অসুখ আছে৷ সব কাগজ ভেসে গিয়েছে। ভেসে গিয়েছে মেয়ের চিকিৎসার কাগজ। আমার সরকারের কাছে অনুরোধ আমার মেয়েকে বাঁচান। দুই মেয়েকে নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ আরতি। হারিয়েছেন সব কিছু৷ ঘরে নেই কিছুই। গয়না থেকে চাল-ডাল। জলঢাকার জলে ভেসে গিয়েছে সব। গ্রামে ত্রাণ আসলে হামলে পড়ছে সকলে। খিদের জ্বালায় অসহায় মুখগুলো ভুলেছে লজ্জা।

advertisement

আরও পড়ুন: চিনের সমস্ত পণ‍্যে ১০০% ট‍্যারিফ ঘোষণা ট্রাম্পের! শি জিনপিংয়ের-এর সঙ্গে বৈঠক বাতিল, চিনের উপর এত ‘রাগ বাড়ল’ কেন মার্কিন প্রেসিডেন্টের

অঞ্জলি সরকার গ্রামের বাসিন্দা বলছে, আমাদের খাবার নেই৷ বাচ্চাগুলোকে শুকনো খাবার দিয়েছি কিছু৷ আর ভাল লাগছে না। আমাদের গেরস্থালীর কোনও জিনিস নেই৷ আমার গয়নাও গা থেকে খুলে চলে গেছে। ভেসে গিয়েছে আমার পোষাক।  সেদিন প্রায় ১৫ ফুট উঁচু জল এসেছিল জলঢাকার বাঁধ ভেঙে। ভাসিয়ে দিয়েছে গ্রাম দিয়ে যাওয়া রেল লাইনকে। গ্রামের চা বাগান নষ্ট। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি৷ পলিমাটি আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে ধানের শীষকে।

advertisement

আরও পড়ুন: আপনার মোবাইল নম্বরের শেষ সংখ‍্যা কত? এই সংখ‍্যাটি থাকলেই ‘জ‍্যাকপট’! হু হু করে বাড়বে ধনসম্পদ, তুঙ্গে বৃহস্পতি…ফোন নম্বরই বলে দেবে কপালের হাল

সেরা ভিডিও

আরও দেখুন
মনোরম পরিবেশ, 'আইফেল টাওয়ার', সঙ্গীর মন গলাতে সপ্তাহান্তে অবশ্যই ঢুঁ মারুন 'এই' পার্কে
আরও দেখুন

এর মধ্যেই আবার ভয় ধরাচ্ছে সাপ। কখন যে কার ভাঙা ঘরে ঢুকে আছে কেউ জানে না। মেনকা সরকার, গ্রামবাসী বলছে, ঘরের মধ্যে সাপ ঢুকে বসেছিল। এই বন্যায় সবই তো হারিয়েছি৷ আর কিছুই নেই আমাদের। সাজানো গ্রাম দেখলে মনে হবে মৃত্যুপুরী। কতটা জল এসেছিল তা মাপতে মাপতেই অজানা আতঙ্কের সঙ্গে লড়াই করছে ময়নাগুড়ির একাধিক জনপদ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal: ‘কেউ কি নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চায়...’! গোটা এলাকা যেন ‘মৃত্যুপুরী’, দুর্যোগ কাটিয়ে কী অবস্থা উত্তরবঙ্গে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল