Malda Bhaban Booking: ১০০০-১৫০০ খরচের দিন শেষ! এবার মাত্র ২৫০ টাকায় কলকাতায় পাবেন এসি রুম, জানুন বুকিং পদ্ধতি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
এবারে কলকাতায় গিয়ে বিশেষ পরিষেবা পাবেন মালদহ জেলার বাসিন্দারা। রাত্রিযাপনের ক্ষেত্রে কম খরচে থাকতে পারবেন মালদা ভবনে। বাড়ি থেকে বুকিং হবে রুম শুরু হয়েছে অনলাইন বুকিং প্রক্রিয়া।
advertisement
1/7

জেলাবাসীদের এবারে বিশেষ উপহার মালদহ জেলা পরিষদের। কলকাতায় গিয়ে রাত কাটানোর চিন্তা দূর। এবারে কম পয়সায় সরকারি বিলাসবহুল ভবনে থাকতে পাবেন মালদহ জেলার বাসিন্দারা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
কলকাতার বুকে জেলাবাসীদের জন্য তৈরি হওয়া মালদা ভবনে এবারে রাত্রিযাপনের ক্ষেত্রে চালু হল আগাম বুকিং পরিষেবা। কলকাতায় গিয়ে এবারে খুব কম খরচে মালদা ভবনে রাত্রিযাপন করতে পারবেন মালদহ জেলার বাসিন্দারা।
advertisement
3/7
বছরের শুরুর দিকে উদ্বোধন হলেও সম্পূর্ণরূপে চালু ছিল না মালদা ভবনের একাধিক ব্যবস্থা। তাই এবারে সম্পূর্ণরূপে সমস্ত রকম পরিকাঠামো সম্পন্ন হওয়ার পর চালু হল আগাম বুকিং পরিষেবা।
advertisement
4/7
এসি রুম, ডাইনিং হল, জেনারেটর, মিনি রেফ্রিজারেটর, অনলাইন পেমেন্ট ফেসিলিটি, পরিশুদ্ধ পানীয়, রুম সার্ভিস ইত্যাদি পরিষেবা রয়েছে এই মালদা ভবনে। রাত্রিযাপনের ক্ষেত্রে এক রাত্রির জন্য ডরমিটরি অর্থাৎ যৌথ শয়নালয় রুমে ২৫০ টাকা, ডবল বেড স্ট্যান্ডার্ড রুমের ৭০০ টাকা এবং ডবল বেড ডিলাক্স রুমের ৯০০ টাকা ভাড়া রয়েছে।
advertisement
5/7
রাজ্য সরকারের পঞ্চায়েত ট্যুরিজম নামক অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসেই মালদা ভবনের রুম বুকিং করতে পারবেন জেলার বাসিন্দারা। কলকাতার সল্টলেক সেক্টর ৩ এর কেবি ব্লক এলাকায় রয়েছে এই মালদা ভবন।
advertisement
6/7
মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, "প্রতিদিনই বিভিন্ন জরুরী কাজ, চিকিৎসা সহ ঘোরাফেরার জন্য রাজ্যের রাজধানী কলকাতায় যান জেলার মানুষ। সেখানে রাত্রিযাপনের ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হত জেলাবাসীদের। তাই জেলাবাসীদের কথা মাথায় রেখে রাজ্যের রাজধানী কলকাতায় নির্মাণ করা হয়েছে মালদা ভবন। এর ফলে কলকাতায় গিয়ে অনেকটাই কম খরচে রাত্রিযাপনের সুবিধা পাবেন মালদহ জেলার বাসিন্দারা।"
advertisement
7/7
এতদিন অন্যান্য জেলা এবং রাজ্যের জন্য কলকাতায় অতিথি নিবাস থাকলেও ছিল না মালদহ জেলার জন্য কোনও ভবন। তবে এবারে কলকাতার বুকে মালদহ জেলাবাসীদের জন্য এমন পরিষেবা চালু হওয়ায় খুশি হাওয়া দেখা দিয়েছে জেলাবাসী দের মধ্যে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)