TRENDING:

কালীপুজোর আগে বিপুল ক্ষতির আশঙ্কা ফুল চাষে! আকাশছোঁয়া দাম...ফুল লাগলেই পড়বেন বিপদে!

Last Updated:

বিগত এক মাসের টানা বৃষ্টিতে দোপাটি, গাঁদা, অপরাজিতা, রজনীগন্ধা-সহ বিভিন্ন ধরনের ফুলের মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। ফলে পাপড়ি পচে ফুলের গুণমান নষ্ট হচ্ছে। ওই ফুলে দাগ এসে যাওয়ার কারণে তা বিক্রি হচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: জেলাজুড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুল চাষের জমিতে জল দাঁড়িয়ে যাবার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন ফুল চাষিরা। পুজোর মরসুম শুরু হতেই ফুলের চাহিদা দ্বিগুন থাকলেও নিম্নচাপের বৃষ্টির জেরে গাদা সহ একাধিক ফুল চাষের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছেন চাষিরা। বিগত এক মাসের টানা বৃষ্টিতে দোপাটি, গাঁদা, অপরাজিতা, রজনীগন্ধা-সহ বিভিন্ন ধরনের ফুলের মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। ফলে পাপড়ি পচে ফুলের গুণমান নষ্ট হচ্ছে। ওই ফুলে দাগ এসে যাওয়ার কারণে তা বিক্রি হচ্ছে না। এমনকি দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই।
advertisement

ধনতেরাস ২০২৫: যদি সোনা বা রুপো কেনার সামর্থ্য না থাকে, তাহলে এই জিনিসগুলি ঘরে আনুন…লক্ষ্মীদেবীকে খুশি করবেন নিশ্চিত!

‘দেখি ম্যাডাম টিকিটটা?’ TTE কাছে আসতেই কানে ফোন নিয়ে এড়িয়ে যান শিক্ষিকা!…তার পর যা হল!

ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, কালীপুজোর আগে প্রচুর ফুল নষ্ট হয়েছে। এমনকি অতিবৃষ্টির ফলে গাছের গোড়ায় জল জমেছে। ফলে ফুল গাছগুলির গোড়া পচে গিয়ে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কমেছে ফুলের সংখ্যাও। সাধারণত এই সময়টা ফুলের দাম ভাল থাকে। কিন্তু চলতি বছর এই সময়ে ফুলের যোগান পাওয়া যাবে না। পরিস্থিতি যা, তাতে পুজোর মরশুমে ফুলের ক্ষতি সবচেয়ে বেশি। ভারী বৃষ্টির জমা জলে গাছগুলো ডুবে নষ্ট হওয়ায় কালীপুজোর সময় পর্যাপ্ত ফুলের জোগান থাকবে না বলে মনে করছেন ফুল বিক্রেতারা।

advertisement

চাষিদের দাবি, এসময় পুজোতে গাঁদা, জবা, অপরাজিতার পাশাপাশি রজনীগন্ধার মত ফুলের চাহিদা বেশি থাকে। আর জেলার একটা বড় অংশ জুড়ে এই ফুলগুলির চাষ করা হয়। তবে, টানা বৃষ্টির প্রভাবে অধিকাংশ জমিতে জল দাঁড়িয়ে ফুল গাছ নষ্ট হয়েছে৷ ফলে কালীপুজোর আগে ফুলের ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ড্রেজিং নেই, সমাধান নেই! ফারাক্কার গঙ্গা ভাঙনে হাহাকার, এবার কী করবে ওঁরা?
আরও দেখুন

ফুল বিক্রেতাদের কথায়, গাঁদা ফুলের পাইকারি মূল্য ১০০-১২০ টাকা। একটি গাঁদা ফুলের মালা বিক্রি হত ২০-২৫ টাকা দরে। কিন্তু অতিবৃষ্টির প্রভাবে ফুলের যোগান তেমন না থাকায় দাম বেড়েছে দ্বিগুনের দ্বিগুণ। ৬০-৭০ টাকা দরে। ফলস্বরূপ দাম শুনেই পিছিয়ে যাচ্ছেন ক্রেতারা। ফুলের বরাত দেওয়ার পরিবর্তে নম নম করে সারতে চাইছে পুজো। ফুল বিক্রি না হওয়ায় দুদিন যেতে না যেতেই তা পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। মাথায় হাত পড়েছে ফুল চাষি-সহ বিক্রেতাদের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কালীপুজোর আগে বিপুল ক্ষতির আশঙ্কা ফুল চাষে! আকাশছোঁয়া দাম...ফুল লাগলেই পড়বেন বিপদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল