ধনতেরাস ২০২৫: যদি সোনা বা রুপো কেনার সামর্থ্য না থাকে, তাহলে এই জিনিসগুলি ঘরে আনুন...লক্ষ্মীদেবীকে খুশি করবেন নিশ্চিত!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Dhanteras 2025 সোনা বা রুপো না কিনেও আপনি ধনতেরাসের শুভ ফল পেতে পারেন। এই দিন শুধুমাত্র ধনের নয়, সততা, পবিত্রতা ও ইতিবাচক শক্তি আহ্বানের দিনও। তাই শুভ মুহূর্তে এই জিনিসগুলি ঘরে আনুন, লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার ঘর ভরে উঠুক সমৃদ্ধি, আনন্দ ও সৌভাগ্যে।
advertisement
হিন্দু ধর্মে ধনতেরাস বা ধনত্রয়োদশী হল পাঁচ দিনের দীপাবলি উৎসবের সূচনা। এটি পালিত হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। বিশ্বাস করা হয়, এই দিনেই ধন্বন্তরী দেবতা সমুদ্র মন্থন থেকে অমৃত কুণ্ড নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনকে স্বাস্থ্য, ধন ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। এই দিনে নতুন কিছু কেনাকাটা অত্যন্ত শুভ, কারণ এটি সৌভাগ্য, সমৃদ্ধি ও সুখের আগমন ঘটায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement


