গ্রামে হু হু করে জল ঢুকছে। এলাকার ২৫টি পরিবার গৃহবন্দী। তাঁদের নিকটবর্তী ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুভাষিনী চা বাগান এলাকার প্রাথমিক স্কুলকে ফ্লাড সেন্টার করা হয়েছে। ব্লক প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গৃহবন্দী পরিবারের সদস্যদের উদ্ধার করে সেখানে আনা হচ্ছে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর সকালে প্রতিমা কেনার ভিড়! ছোট, মাঝারি থেকে বড়, কোন মূর্তির কত দাম? এক ক্লিকে জানুন
advertisement
বাঁধ ভেঙে যাওয়ার কারণে গ্রামে জল প্রবেশ করেছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সমস্যা। লাগাতার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এলাকার পঞ্চায়েত সদস্য শিব চিক বড়াইক জানান, “এলাকার পরিস্থিতি খারাপ হচ্ছে। প্রায় ১৫০ মিটার বাঁধ ভেঙেছে। এমন পরিস্থিতি এলাকায় আগে দেখা যায়নি। আমরা কোনও এলাকাবাসীর ক্ষতি হতে দেব না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই চা বাগানের বিপদের মুখে পড়া পরিবারগুলিকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও ব্লক প্রশাসনের তরফে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। ফ্লাড সেন্টারে বাসিন্দাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ততদিন পর্যন্ত বাসিন্দাদের ফ্লাড সেন্টারে রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।