স্বাধীনতার পর থেকে এখনওপর্যন্ত নদী পারাপার করেই এই গ্রামগুলোতে যেতে হয় সাধারণ মানুষকে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভোট আসলেই রাজনৈতিক দলের নেতৃত্বরা সেতু নির্মাণের আশ্বাস দেয়। কিন্তু ভোট পার হলেই আর কাউকে দেখা যায় না এলাকায়, ফলে বছরের পর বছর বর্তমানে নৌকা করেই নদী পারাপার করতে হয় এই গ্রামের বাচ্চা থেকে বড় সকলকে।তবে খরার সময় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশের মাচা বানিয়ে নদী পারাপার করলে অনেক সময় মাচা পার হতে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে।
advertisement
এছাড়া বর্ষার সময় মাঝে মাঝে নৌকা ডুবে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখেও পড়তে হয়। এই ব্যাপারে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, ইটাহারে নদী সংলগ্ন এলাকায় কয়েকটি সেতুর নির্মাণ দরকার, কিন্তু টাকা না পাওয়ায় সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। এই বিষয়ে বিধান সভাতেও প্রস্তাব রেখেছি। তবে দেখার বিষয় আর কত বছর লাগে এ গ্রামের সেতু নির্মাণ হতে।
পিয়া গুপ্তা