নীচে স্টপেজর স্থান ও ট্রেনের নাম উল্লেখ করা হলো:
বেলাকোবা স্টেশনে ১৩১৪১/১৩১৪২ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে। এখন থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস বেলাকোবায় রাত ২.২৮ মিনিটে পৌঁছবে এবং ২.৩০ মিনিটে ছাড়বে৷ ফিরতি পথে ট্রেনটি বেলাকোবায় বিকেল ৩.০৮ মিনিটে পৌঁছবে এবং ৩.১০ মিনিটে ছেড়ে যাবে৷
০১-০৫-২০২৩ তারিখ থেকে ১২৩৪৫ নং (হাওড়া-গুয়াহাটি) সরাইঘাট এক্সপ্রেস ধুপগুড়ি স্টেশনে রাত ২.২০ মিনিটে পৌঁছবে এবং ০২.২২ মিনিটে ছেড়ে যাবে৷ ফিরতি পথে ট্রেনটি সন্ধ্যে ৬.১৫ মিনিটে পৌঁছবে এবং ও ৬.১৭ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
০২-০৫-২০২৩ তারিখ থেকে ১৩০৫৩ (হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস হরিশ্চন্দ্রপুর স্টেশনে বিকেল ৫.১০ মিনিটে পৌঁছবে ও ৫.১২ মিনিটে ছেড়ে যাবে৷ ফেরার পথে হাওড়া গামী ট্রেনটি সকাল ৬.১৭ মিনিটে পৌঁছবে এবং সকাল ০৭.১৭ মিনিটে ছেড়ে যাবে।
০৬-০৫-২০২৩ তারিখ থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে (পুরী-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস) বিকেল ৩.৫৫ মিনিটে আসবে এবং ৩.৫৭ মিনিটে ছেড়ে যাবে৷ ০৪-০৫-২০২৩ তারিখ থেকে ট্রেনটি বেলা ১১.৪৬ মিনিটে হরিশচন্দ্রপুর পৌঁছবে এবং ১১.৪৮ মিনিটে ছেড়ে যাবে।
০২-০৫-২০২৩ তারিখ থেকে (শিয়ালদহ-সহরসা) হাটেবাজারে দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেসে একলাখি স্টেশনে ভোর ৫.০৩ মিনিটে পৌঁছবে ও ৫.০৫ মিনিটে ছেড়ে যাবে৷ ০৩-০৫-২০২৩ তারিখ থেকে ট্রেনটি ফিরতি পথে রাত ৮.৫৩ মিনিটে একলাখি স্টেশনে পৌঁছে রাত ৮.৫৫ মিনিটে ছেড়ে যাবে৷
আরও পড়ুন: ভিড় কমাতে বাড়ল ট্রেনের পরিষেবা, জেনে নিন নতুন সময়সূচি, স্টপেজ
০৩-০৫-২০২৩ তারিখ থেকে (হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস) একলাখি স্টেশনে বিকেল ৩.১৩ মিনিটে পৌঁছবে এবং ৩.৫৫ মিনিটে ছা়ডবে৷ ফেরার পথে রাত ১০.৩০ মিনিটে ট্রেনটি পৌঁছবে এবং ১০.৩২ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে৷
০৩-০৫-২০২৩ তারিখ থেকে ১৩১৪৭ (শিয়ালদহ-বামনহাট) উত্তরবঙ্গ এক্সপ্রেস সামসি স্টেশনে ভোর ৩.০৮ মিনিটে পৌঁছবে এবং ৩.১০ মিনিটে ছেড়ে যাবে৷ ফেরার পথে শিয়ালদহমুখী ট্রেনটি ৮.৩৮ মিনিটে পৌঁছে রাত ৮.৪০ মিনিটে ছেড়ে যাবে৷