Railway News: ভিড় কমাতে বাড়ল ট্রেনের পরিষেবা, জেনে নিন নতুন সময়সূচি, স্টপেজ

Last Updated:

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে

কোন কোন ট্রেনের পরিষেবা বাড়ল?
কোন কোন ট্রেনের পরিষেবা বাড়ল?
কলকাতা: যাত্রীদের চাহিদা পূরণ করতে ও অতিরিক্ত ভিড়  কমাতে দুই জোড়া স্পেশাল ট্রেনের পর্যায়ক্রমিক পরিষেবা বৃদ্ধি করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷
বহুদিন থেকেই নিয়মিত ট্রেন পরিষেবার পাশাপাশি সময়ে সময়ে স্পেশাল ট্রেন চালিয়ে যাত্রীদের উন্নত সংযোগ ব্যবস্থা ও আরামদায়ক পরিবহণ পরিষেবা প্রদান করার প্রয়াস চালিয়ে আসছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।  তাই  ভিড় কমাতে ২০২৩-এর মে মাসে অতিরিক্ত দুই ট্রিপের জন্য গুয়াহাটি-কলকাতা এবং আগরতলা-কলকাতার মধ্যে দু-জোড়া স্পেশাল ট্রেনের পর্যায়ক্রমিক পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এই স্পেশাল ট্রেনগুলি সময়সূচি, স্টপেজ ও গঠন অনুযায়ী চলাচল করবে।
advertisement
গুয়াহাটি-কলকাতা রেলওয়ে স্টেশনের মধ্যে নিম্নলিখিত ট্রেনগুলির পরিষেবা আরও দুটি ট্রিপের জন্য বৃদ্ধি করা হবে:
advertisement
আগে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত অধিসূচিত করা গুয়াহাটি স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত ট্রেন নং. ০২৫১৮ (গুয়াহাটি-কলকাতা স্পেশাল) ট্রেনটির পরিষেবা দুটি পরপর শনিবার অর্থাৎ ৬ মে ও ১৩ মে, ২০২৩ তারিখের জন্য বৃদ্ধি করা হয়েছে।
advertisement
আগে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত অধিসূচিত করা কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন পর্যন্ত ট্রেন নং. ০২৫১৭ (কলকাতা-গুয়াহাটি স্পেশাল) ট্রেনটির পরিষেবা দুটি পরপর বৃহস্পতিবার অর্থাৎ ৪ মে ও ১১ মে, ২০২৩ তারিখের জন্য বৃদ্ধি করা হয়েছে।
আগরতলা-কলকাতা রেলওয়ে স্টেশনের মধ্যে নিম্নলিখিত ট্রেনগুলির পরিষেবা আরও দুটি ট্রিপের জন্য বৃদ্ধি করা হবে:
advertisement
পূর্বে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত অধিসূচিত করা আগরতলা স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত ট্রেন নং. ০২৫০২ (আগরতলা-কলকাতা স্পেশাল) ট্রেনটির পরিষেবা দুটি পরপর বুধবার অর্থাৎ ৩ মে ও ১০ মে, ২০২৩ তারিখের জন্য বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের মন্ত্রী থাকার সময়েই মোদির দ্বারা প্রভাবিত! বড় কথা 'ফাঁস' করলেন শুভেন্দু অধিকারী
পূর্বে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত অধিসূচিত করা কলকাতা স্টেশন থেকে আগরতলা স্টেশন পর্যন্ত ট্রেন নং. ০২৫০১ (কলকাতা-আগরতলা স্পেশাল) ট্রেনটির পরিষেবা দুটি পরপর রবিবার অর্থাৎ ৭ মে ও ১৪ মে, ২০২৩ তারিখের জন্য বৃদ্ধি করা হয়েছে।
advertisement
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Railway News: ভিড় কমাতে বাড়ল ট্রেনের পরিষেবা, জেনে নিন নতুন সময়সূচি, স্টপেজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement