TRENDING:

কাল থেকে পাহাড়ে নয়া আইন, যত্রতত্র থুতু, আবর্জনা ফেলা যাবে না, জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপানও নিষিদ্ধ

Last Updated:

পর্যটকদের কাছে দূষণমুক্ত শৈলশহর উপহার দেওয়াই লক্ষ্য পুরসভার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# দার্জিলিং: পর্যটকদের কাছে সুন্দর পাহাড় উপহার দেওয়াই লক্ষ্য। ক্ষমতায় আসার পরই ঘোষণা করেছিল হামরো পার্টি পরিচালিত দার্জিলিং পুরসভা। শৈলশহরে দূষণ নিয়ন্ত্রণে এবারে আরও এক ধাপ এগোচ্ছে পুরসভা। কাল অর্থাৎ শনিবার থেকে আর শহরের যত্রতত্র থুতু ফেলা যাবে না। ফেললেই ৫০০ টাকা জরিমানা।
New rules will be started from tomorrow in hill area
New rules will be started from tomorrow in hill area
advertisement

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইতিউতি ময়লা, আবর্জনাও ফেলা যাবে না। পুরসভার নির্দিষ্ট ডাম্পিং বাক্সেই ফেলতে হবে জঞ্জাল। আইন ভাঙলেই ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হবে। আর জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপানেও "না" নিষেধাজ্ঞা জারি করলো পুরসভা। নিয়ম না মানলে স্পট ফাইন ৫০০ টাকা। অর্থাৎ ম্যালে বসে হাতে গরম চায়ের কাপ আর সিগারেটের টান এখন অতীতের পথে। আজ একথা জানান পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের সদস্য কাউন্সিলর গোপাল পারিয়ার। মূলত শহরের স্বচ্ছতা, সৌন্দর্যতা ফিরিয়ে আনতেই এই নয়া ভাবনা পুরসভার।

advertisement

আরও পড়ুন -  Cheap Car : ৭ সিটার গাড়ি কিনবেন কিন্তু ভাবছেন অনেক দাম, সস্তায় বড় গাড়ির সুলুক সন্ধান

এ জন্যে একটি গোপন হোয়াটস এপ নম্বর দেবে পুরসভা। সেখানেই অভিযুক্তদের ছবি সহ ডিটেইলস পাঠাতে হবে অভিযোগকারীকে। পাশাপাশি ম্যাল, চকবাজার, স্টেশনে সাদা পোশাকে পেট্রোলিং করবে পুরসভার কর্মীরা। জনবহুল এলাকায় স্মোকিং, থুতু ফেলা বা আবর্জনা যত্রতত্র ফেললেই স্পট ফাইন।পুরসভার চালানেই কাটা হবে জরিমানা। যা আদায় হবে তা পুরসভার ফাণ্ডে জমা হবে।

advertisement

আরও পড়ুন -  IND VS BAN: হাতে জুতোর ব্রাশ নিয়ে গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছিলেন, কেন এবং কে জানেন তো

শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যে নয়, এই আইন বেড়াতে আসা পর্যটকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে বলে জানান তিনি। পর্যটকদেরও তা মেনে চলতে হবে। শহরের প্রধান রাস্তাগুলিতে বিশেষ নজরদারি চলবে। ম্যাল, চৌরাস্তায় বাড়তি নজর থাকবে। শহরকে দূষণমুক্ত রাখতে পুরসভার এহেন উদ্যোগের তারিফ করেছেন পর্যটন ব্যবসায়ীরাও।

advertisement

প্রসঙ্গত পাহাড়ে বেআইনি বহুতলের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে পুরসভা। অবৈধ বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। এবারে লক্ষ্য দূষণহীন শৈলশহর। পুরসভার কাউন্সিলর আরো জানান, আগামী দিনে আরো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। শৈলশহরকে দেশ, বিদেশের পর্যটকদের কাছে অন্য উচ্চতায় তুলে ধরতেই এগোবে বোর্ড।

Partha Pratim Sarkar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাল থেকে পাহাড়ে নয়া আইন, যত্রতত্র থুতু, আবর্জনা ফেলা যাবে না, জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপানও নিষিদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল