IND VS BAN: হাতে জুতোর ব্রাশ নিয়ে গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছিলেন, কেন এবং কে জানেন তো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিন বৃষ্টির পর একজন নীল জার্সিধৈারী মানুষ মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হাতে ছিল একটি ব্রাশ৷
#অ্যাডিলেড: কোনও দল যখন দারুণ পারফর্ম করে তখন দলের প্রতিটা সদস্যের সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে৷ বেশির ভাগ ক্ষেত্রেই আমরা শুধু অনফিল্ড জার্সিধারী পারফরমারদের চিনি, কিন্তু যাঁরা নেপথ্যে থেকে দলের প্রতিটা প্লেয়ারের পারফরম্যান্সকে আরও শানদার করে দেন তাঁদেরকেও একইভাবে কুর্নিশ করা উচিত৷ ভারত বনাম বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিরাট কোহলি, অর্শদীপ সিং, কেএল রাহুলরা যেরকম নডর কেড়েছেন ঠিক তেমনিই আরেকজনকেও ক্যামেরা অবজ্ঞা করতে পারেনি৷ মাঠে এদিন দেখা যায়৷
এদিন বৃষ্টির পর একজন নীল জার্সিধৈারী মানুষ মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হাতে ছিল একটি ব্রাশ৷ যিনি ঘুরছিলেন তাঁর নাম রাঘবেন্দ্র তবে রঘু নামেই তিনি বেশি পপুলার৷ তিনি ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্ট৷ ভারতীয় সাপোর্ট স্টাফদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ৷ তিনি প্র্যাকটিশের সময় ভারতীয় প্লেয়ারদের বিশেষভাবে অনুশীলন করতে সাহায্য করেন৷ তাঁর বিশেষ ধরণের অনুশীলন সাহায্য করে প্লেয়ারদের অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশের বাউন্স ও গতিতে ভরা পিচে খেলতে৷
advertisement
আরও পড়ুন - আজ নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সবার নজর সেখানেই
advertisement
মাঠের আউটফিল্ড ভিজে থাকায় প্লেয়ারদের জুতো ভিজে গিয়ে দৌড়তে অসুবিধা হচ্ছিল৷ যাতে বোলিং ও ফিল্ডিংয়ের সময়ে তাঁরা পড়ে না যান তাই রঘু তাঁদের জুতো পরিষ্কার করছিলেন৷
advertisement
আরও পড়ুন - যা জানতে চান তাই খোঁজেন Google-এ, কিন্তু ভুলেও ‘এই’ সব জিনিস গুগল সার্চে দেবেন না, ঘনিয়ে আসবে বড় বিপদ
সোশ্যাল মিডিয়ায় রঘুকে এই সব কাজের জন্য প্রচুর মানুষ কুর্নিশ করেন৷
Respect Raghu bhai❤️ pic.twitter.com/JoTzCe27c4
— Mehul 🇮🇳 (@mahzz04) November 2, 2022
advertisement
India's sidearm thrower 'Raghu' ran around the ground with a brush in his hand to clean the shoes of Indian Players. Due to rain, there was a possibility of players slipping with wet shoes but he ensured it doesn't happen. Great Job!!#INDvsBAN #ViratKohli𓃵 #T20WorldCup2022 pic.twitter.com/0Uc0BYL14d
— Palash Naidu (@NaiduPalash) November 2, 2022
advertisement
Off field hero of Indian team.👏
He is India's sidearm thrower Raghu who is running around the ground with a brush in hand to clean the shoes of Indian players to avoid the possibility of them sleeping.#T20Iworldcup2022 #INDvsBAN #ViratKohli𓃵 #Rain #KLRahul𓃵 #T20WorldCup pic.twitter.com/d3BdJkHn5M — Rajan Rai (@RajanRa05092776) November 2, 2022
advertisement
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বিরাট কোহলি (৪৪ বলে ৬৪ নটআউট), কেএল রাহুল (৩২ বলে ৫০) করেন৷ কিন্তু লিটন দাসের ঝোড়ো ইনিংসে ভারতের করা ৬ উইকেটে ১৮৪ রান হঠাৎই কম পড়ছে বলে মনে হচ্ছিল৷
কিন্তু বৃষ্টির ফলে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পরিবর্তিত টার্গেট পায় বাংলাদেশ৷ ১৬ ওভারে ১৫১ করতে হত তাঁদের৷ বাংলাদেশ শেষ অবধি ৬ উইকেটে ১৪৫ রান করেন৷ ভারতীয় দল ৬ পয়েন্ট পেয়েছে ৪ ম্যাচ থেকে৷ এবার জিম্বাবোয়েকে হারালেই ভারতের সেমিফাইনাল বার্থ একেবারে নিশ্চিত করে নিয়েছে৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 12:05 PM IST