IND VS BAN: হাতে জুতোর ব্রাশ নিয়ে গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছিলেন, কেন এবং কে জানেন তো

Last Updated:

এদিন বৃষ্টির পর একজন নীল জার্সিধৈারী মানুষ মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হাতে ছিল একটি ব্রাশ৷

Know all about Raghu Raghavendraa
Know all about Raghu Raghavendraa
#অ্যাডিলেড: কোনও দল যখন দারুণ পারফর্ম করে তখন দলের প্রতিটা সদস্যের সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে৷ বেশির ভাগ ক্ষেত্রেই আমরা শুধু অনফিল্ড জার্সিধারী পারফরমারদের চিনি, কিন্তু যাঁরা নেপথ্যে থেকে দলের প্রতিটা প্লেয়ারের পারফরম্যান্সকে আরও শানদার করে দেন তাঁদেরকেও একইভাবে কুর্নিশ করা উচিত৷ ভারত বনাম বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিরাট কোহলি, অর্শদীপ সিং, কেএল রাহুলরা যেরকম নডর কেড়েছেন ঠিক তেমনিই আরেকজনকেও ক্যামেরা অবজ্ঞা করতে পারেনি৷ মাঠে এদিন দেখা যায়৷
এদিন বৃষ্টির পর একজন নীল জার্সিধৈারী মানুষ মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হাতে ছিল একটি ব্রাশ৷  যিনি ঘুরছিলেন তাঁর নাম রাঘবেন্দ্র তবে রঘু নামেই তিনি বেশি পপুলার৷ তিনি ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্ট৷ ভারতীয় সাপোর্ট স্টাফদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ৷ তিনি প্র্যাকটিশের সময় ভারতীয় প্লেয়ারদের বিশেষভাবে অনুশীলন করতে সাহায্য করেন৷ তাঁর বিশেষ ধরণের অনুশীলন সাহায্য করে প্লেয়ারদের অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশের বাউন্স ও গতিতে ভরা পিচে খেলতে৷
advertisement
advertisement
মাঠের আউটফিল্ড ভিজে থাকায় প্লেয়ারদের জুতো ভিজে গিয়ে দৌড়তে অসুবিধা হচ্ছিল৷ যাতে বোলিং ও ফিল্ডিংয়ের সময়ে তাঁরা পড়ে না যান তাই রঘু তাঁদের জুতো পরিষ্কার করছিলেন৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় রঘুকে এই সব কাজের জন্য প্রচুর মানুষ কুর্নিশ করেন৷
advertisement
advertisement
advertisement
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বিরাট কোহলি (৪৪ বলে ৬৪ নটআউট), কেএল রাহুল (৩২ বলে ৫০) করেন৷ কিন্তু লিটন দাসের ঝোড়ো ইনিংসে ভারতের করা ৬ উইকেটে ১৮৪ রান হঠাৎই কম পড়ছে বলে মনে হচ্ছিল৷
কিন্তু বৃষ্টির ফলে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পরিবর্তিত টার্গেট পায় বাংলাদেশ৷ ১৬ ওভারে ১৫১ করতে হত তাঁদের৷ বাংলাদেশ শেষ অবধি ৬ উইকেটে ১৪৫ রান করেন৷ ভারতীয় দল ৬ পয়েন্ট পেয়েছে ৪ ম্যাচ থেকে৷ এবার জিম্বাবোয়েকে হারালেই ভারতের সেমিফাইনাল বার্থ একেবারে নিশ্চিত করে নিয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND VS BAN: হাতে জুতোর ব্রাশ নিয়ে গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছিলেন, কেন এবং কে জানেন তো
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement