আজ নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সবার নজর সেখানেই
- Published by:Debalina Datta
Last Updated:
দলের মহিলা নেত্রীদের বিজয়া সম্মিলনীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। সামনেই পঞ্চায়েত ভোট আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই দেখার।
#কলকাতা: চোখের চিকিৎসার জন্য উৎসবের মরসুমে দেশের বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা করে ফিরে এসে শুক্রবার প্রথম কর্মসূচীতে যোগ দেবেন অভিষেক। বিজয়া সম্মিলনীর মাধ্যমে পঞ্চায়েতের আগে পুরোপুরি জনসংযোগ সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কোন এলাকায়, কী কী সমস্যা রয়েছে তার আঁচ পেল তৃণমূল।বহু জায়গাতেই পুরানো কর্মীদের ময়দানে নামাল শাসক দল। এই অবস্থায় আজ নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনী করতে চলেছেন অভিষেক।
ইতিমধ্যেই, নতুন-পুরনো দ্বন্দ্ব মেটাতে একই মঞ্চে হাজির করা হল নেতাদের।বিজয়া সম্মিলনীর মাধ্যমে বুঝে নেওয়া হল তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা রাস্তায় নামছেন কিনা? পুজোর পর দলের এই বিজয়া সম্মিলনীর সভাগুলি হয়ে উঠেছে কার্যত জনসংযোগ সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো দলের পুরনো নেতা-কর্মীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। মঞ্চে তাঁদের সংবর্ধনা দেওয়া হচ্ছে৷ তাঁদের পরামর্শ নেওয়া হচ্ছে।
advertisement
প্রথমত, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ঐক্যবদ্ধ চেহারাটা চোখে পড়ছে সব সভায়। দ্বিতীয়ত, সভাগুলিতে রাজ্য কমিটির একজন অন্তত নেতা উপস্থিত থাকছেন। তৃতীয়ত, ১৯৯৮ সাল অর্থাৎ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন থেকে যাঁরা দলের সঙ্গে ছিলেন সেই পুরনো নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। চতুর্থত, দলের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্ব থাকছেন মঞ্চে।
advertisement
আরও পড়ুন - যা জানতে চান তাই খোঁজেন Google-এ, কিন্তু ভুলেও ‘এই’ সব জিনিস গুগল সার্চে দেবেন না, ঘনিয়ে আসবে বড় বিপদ
advertisement
সবমিলিয়ে দলের নতুনরা তো আছেনই, সঙ্গে পুরনো সিনিয়র নেতা-নেত্রীরাও বিজয়া সম্মিলনীর সভায়-মঞ্চে যথাযথ মর্যাদায় উপস্থিত থাকায় ও মাঠে নামায় সভাগুলির গুরুত্ব যেমন বাড়ছে, তেমনই ধারে ও ভারে বিরোধীদের বুঝিয়ে দেওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের কাছে একমাত্র বিকল্প। অন্য কোনও দল নয়। সভাগুলি পরিণত হচ্ছে সমাবেশে।
জেলায় বিজয়া সম্মিলনীর সভাগুলিতে মঞ্চের ব্যাকড্রপে ব্যবহার হয়েছে দু'টি ছবি। একদিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ দু’জনের কেউই উপস্থিত নেই সব সভায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ সামলাচ্ছেন। ভবানীপুর বিধানসভায়, দলের বিজয়া সম্মিলনীতে তিনি ছিলেন। ওই কেন্দ্রের বিধায়কও তিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে আছেন৷ কিন্তু তাঁদের ছবিকে সামনে রেখেই কর্মীদের ভিড় হচ্ছে।ফলে সশরীরে দুই হেভিওয়েট উপস্থিত না থাকলেও, তাঁদের ছবিকে ঘিরেই উৎসাহ-উদ্দীপনা কর্মীদের মধ্যে আনা হচ্ছে।
advertisement
দলের শীর্ষ নেতৃত্ব প্রথমে ৫০০ সভার টার্গেট রাখলেও দেখা গিয়েছে সভার সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। ওয়ার্ডগুলিতেও বিজয়া সম্মিলনীর মাধ্যমে, এই পর্যায়ে একলপ্তে ৩০ লক্ষ সাংগঠনিক কর্মীকে মাঠে নামানোর সঙ্গে সঙ্গেই প্রায় ৮০ লক্ষ মানুষের কাছে প্রত্যক্ষভাবে পৌঁছে যাচ্ছে দল, এমনটাই মত দলের অন্দরে। তৃণমূলের অন্দরের রিপোর্ট জেলায় জেলায় সভাগুলিতে উপচে পড়ছে ভিড়৷ বিশেষ করে মহিলাদের উপস্থিতি নজর কাড়ছে সব সভাতেই। মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতে চায় তৃণমূল। তাই দলের মহিলা নেত্রীদের বিজয়া সম্মিলনীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই দেখার।।
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 10:57 AM IST

