ইতিমধ্যে শুরু হয়েছে এই প্রকল্পে আবেদন। কুমোর, ছুতোর থেকে শুরু করে নাপিত, দর্জি ছাড়াও সমস্ত রকমের হস্তশিল্পীরা এই প্রকল্পের আওতায় রয়েছে। শিল্পীদের কাজের যন্ত্রপাতি, সামগ্রী কেনার জন্য এই টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রকল্পের মাধ্যমে সর্বচ্চো ১৫ হাজার টাকা করে পাবেন শিল্পীরা। এছাড়াও শিল্পীদের মৃত্যুকালীন ক্ষতিপূরণের জন্যে বিশেষ প্রকল্প চালু হয়েছে।
advertisement
দুর্ঘটনা বা যে কোন কারণে শিল্পীদের মৃত্যু হলে পরিবার ২ লক্ষ টাকা পাবে সরকারীভাবে। মালদহ জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল বলেন,”রাজ্য সরকারের এটি একটি নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ধরনের হস্তশিল্পীদের ১৫০০০ টাকা করে দেওয়া হবে। বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য। এছাড়াও হস্তশিল্পীদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ পাবে পরিবার। জেলা শিল্প কেন্দ্র এসে শিল্পীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পে”।
আরও পড়ুনঃ Ind vs Aus: প্রথম টেস্টের আগেই ভারতীয় দলে জোর ধাক্কা! চোট পেলেন তারকা ব্যাটার
প্রকল্পে শিল্পীদের নাম নথিভুক্ত করনের জন্য প্রয়োজন আধার কার্ড, ছবি ও স্বাক্ষর। সঙ্গে অবশ্যই প্রয়োজন শিল্পীদের প্রশিক্ষণের সার্টিফিকেট। প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলেই শিল্পীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। জেলা শিল্প কেন্দ্রে প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে আসলেই নাম নথিভুক্ত করছেন দফতরের কর্মীরা।
হরষিত সিংহ