প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা পরিজনদের সঙ্গে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে বসেছিলেন, তখনই হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয় পরিজনেরা কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা সেখানেই সন্তানের জন্ম দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেল কর্মীরা সঙ্গে সঙ্গে জিআরপি-কে খবর দেন। খবর পেয়ে Government Railway Police (জিআরপি)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে মা ও সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, মা ও শিশুকে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রসূতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রেখেছেন।
এই মানবিক ঘটনায় তৎপরতার জন্য রেল কর্মী ও জিআরপি-র প্রশংসা করেছেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, “রেল পুলিশ সময়মতো না এলে বড় বিপদ ঘটতে পারত। ওদের দ্রুত উদ্যোগেই মা ও শিশুর জীবন রক্ষা পেয়েছে।”
আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ আকর্ষণ এখন বাংলায়! বাজারে উপচে পড়ছে ভিড়, দাম ১ কেজি ১০০ টাকা
ঘটনার পর গোটা স্টেশনজুড়ে শুরু হয় আলোচনা। অনেক যাত্রীই বলেন, “এমন দৃশ্য হয়তো জীবনে একবারই দেখা যায়।” শিলিগুড়ি জংশনের প্ল্যাটফর্মে এক নবজীবনের আগমন শুধু অবাকই করেনি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্তও রেখে গেল।