TRENDING:

Colourful Nest: রংবেরঙের মাটির হাঁড়িতে হবে দুটির প্রাণীর মিলন! রঙিন বাসার বাঁধা পড়বে মন, জানুন কী এগুলো!

Last Updated:

রংবেরঙের মাটির হাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে শিলিগুড়ির যুবকেরা! সেই রং করা হাড়িতে রয়েছে ছোট্ট দরজা এবং থাকার সুবন্দোবস্ত! কাদের ঘর জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: রং বেরঙের মাটির হাঁড়ি নিয়ে ছুটে চলেছে শহরের কিছু যুবক। এ দেখেই হতবাক সকলে এত রংবেরঙের মাটির হাড়ি দিয়ে কি করছে এই যুবকেরা। কেউ গাছে  কেউ আবার বাড়ি বা দোকানের কোনায় সেই মাটির হাড়ি ঝুলিয়ে দিচ্ছে। রংবেরঙের প্রত্যেকটি হাড়িতে রয়েছে একটি দরজা। এই যুবকদের কান্ড কীর্তি জানলে গর্বে বুক ভরে উঠবে।
advertisement

মানুষের সুবিধার্থে দিনের পর দিন হচ্ছে নগর উন্নয়ন কাঁটা পড়ছে হাজার হাজার গাছ। গন্তব্যের দ্রুত পৌঁছতে তৈরি হচ্ছে ফোর লেনের রাস্তা আর এতেই দিনের পর দিন ব্যতিব্যস্ত মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেই সবুজে ঘেরা প্রকৃতি। আধুনিকতার জীবনকে আরো আধুনিক করে তুলতে বর্তমানে প্রকৃতিকে ভুলতে বসেছে মানুষ সেই অর্থেই গাছের সাথে সাথে কারোর ঘরও ভেঙে যাচ্ছে সেই কথা হয়তো কারোর মাথায় আসেনা। তবে সেই যুবকদের মাথায় এসেছে এই অভিনব চিন্তা ভাবনা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আসলে যেই রংবেরঙের হাঁড়িগুলি নিয়ে তারা ঘুরছিল সেগুলি হল পাখিদের ঘর। সুন্দর সুন্দর রং করে মাটির হাঁড়িগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে রাখা হয়েছে ছোট্ট একটি দরজা। গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন হিমশিম খেয়ে একটু আশ্রয় খোঁজে তেমনি খোলা আকাশে উড়তে উড়তে পাখিরা যখন ক্লান্ত হবে তখন তারা এসে বসবে এই ঘর গুলিতে। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এই পাখির ঘর ঝোলানো হচ্ছে।

advertisement

View More

এই বিষয়ে যুবকেরা জানান , আজ পরিবেশ বিপন্ন। গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ছে হুহু করে, পাখিরা আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছে। সেই দিক বিবেচনা করে পাখিদের পাখিদের বাঁচিয়ে রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই অভিনব পরিকল্পনা। পাখিদের বিশ্রামের  জন্য তারা পাখির বাসা লাগানো সিদ্ধান্ত নিয়েছে। আগামীতেও আরো অন্যান্য জায়গায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তারা।

advertisement

আরও পড়ুনBollywood Old Untold Story: চুমু খেতে পারবেন না বলতেই ছবির কাজ হাতছাড়া, তাঁরই জায়গায় অভিনয় করে স্টার হলেন মন্দাকিনী! বলুন তো কে এই নায়িকা?

শহরের রাস্তায় রাস্তায় যুব প্রজন্মের উদ্যোগে পাখিদের এই ঘর তৈরি দেখে প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী। প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে তার মাঝে যুবক প্রজন্মের মাথায় এই চিন্তা ভাবনা আগামীদিনে মানুষের কাছে অনেক বার্তা পৌঁছে দেবে। এবার থেকে শহরের বুকে রংবেরঙের এই পাখিদের ঘরে বাসা বাঁধবে হরেক রকমের পাখি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Colourful Nest: রংবেরঙের মাটির হাঁড়িতে হবে দুটির প্রাণীর মিলন! রঙিন বাসার বাঁধা পড়বে মন, জানুন কী এগুলো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল