৩৫ তম বর্ষে এই ক্লাবের নিবেদন ‘আত্মশুদ্ধি’। মানুষের আত্মার শুদ্ধিকরণ প্রক্রিয়া দুর্গাপুজোর থিমের মাধ্যমে তুলে ধরে নজর কাড়তে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
দক্ষিণ দিনাজপুরের এই ক্লাবের উদ্যোক্তাদের মতে, ৩৫ তম বর্ষে তাঁরা সকলকে বোঝাতে চান আমাদের চলার জীবনে বিভিন্নভাবে সমাজ কলুষিত হচ্ছে। তবে এক্ষেত্রে গঙ্গাজল ছিটিয়ে দিলেই দৈহিক শক্তি ফিরে আসে। তবে শুধুমাত্র দৈহিক শক্তিতেই সঠিক সমাজ গঠন করা যাবে না। মানুষের মন, আত্মা এবং বুদ্ধি- এই তিন বিষয়ের শুদ্ধিকরণ প্রয়োজন। এই বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে প্রথমে আয়রন শিটের ডোর, দ্বিতীয়টিতে বুদ্ধির শুদ্ধিকরণ অর্থাৎ মানুষের জ্ঞান, তৃতীয়টিতে মন শুদ্ধিকরণ অর্থাৎ সত্যতা উৎসের আলো যেখানে কাঁচের সামনে দাঁড়িয়ে নিজের অবয়ব ফুটে উঠবে, চতুর্থটিতে আত্মা শুদ্ধিকরণ অর্থাৎ দেবদেবীর মূর্তি পুজোর মাধ্যমে আধ্যাত্মিক চেতনা ও ধর্মীয় চেতনা জাগৃত করতে পারবে এবং সবশেষে দুর্গা মায়ের মূর্তি দর্শন করবেন দর্শনার্থীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে বড় চমক এখানে দেবী দুর্গা অস্ত্র হাতে নয়, অসুরের উপর অধিষ্টান করছেন। অর্থাৎ অসুরের শক্তিকে দমন করা তুলে ধরা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তারা আশাবাদী, এবার পুজোয় মন্দির প্রাঙ্গনে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম লক্ষ্য করা যাবে। পূর্বে এমন অভিনব ভাবনায় থিম প্রদর্শনী জেলায় হয়নি বললেই চলে। তবে এখন দেখার বিষয় এই বছর দুর্গাপুজোয় গঙ্গারামপুর নাট্য সংসদ দর্শনার্থীদের মন কতখানি জয় করতে পারে।