আরও পড়ুন: চার দিন ধরে জল আসছে না, তুলকালাম স্থানীয়দের
যেখানে থাকে টেন্ট পিচিং, স্কাই ওয়াচিং, ম্যাপ রিডিং, বার্ড ওয়াচিং, রোপ অ্যাক্টিভিটি, রিভার ক্রসিং সহ আরও কত মজার বিষয় থাকে। নানান অনুভূতি বোধ, ‘ফেলো ফিলিংস’, বিপদ-অসুবিধায় বন্ধুর পাশে দাঁড়ানোর মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হয় এই ধরনের শিবিরে।
advertisement
এক কথায় জীবনের গোড়াতেই এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে প্রকৃতি পাঠ শিবির অত্যন্ত মূল্যবান। আর এই ধরনের অভিজ্ঞতার সঞ্চয় করতে পরিবেশের মাঝে একটি ক্যাম্পের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অ্যাকাডেমি অফ আর্টস অ্যানাটমির পক্ষ থেকে। যেখানে পরিবেশ সচেতনতা বাড়াতে একটি শিবিরের আয়োজন করা হয়। যেখানে ২০০ টিরও বেশি বাচ্চা ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রায়গঞ্জ অ্যাকাডেমি অফ অ্যানাটমির উদ্যোগে পরিবেশ সচেতনতা বাড়াতে রায়গঞ্জের কুলিক নদীর পাশে এই শিবিরের আয়োজন করা হয়। সংস্থার প্রিন্সিপাল অভিজিৎ সরকার বলেন, শহর অঞ্চলে বর্তমানে কংক্রিটের জগতে বাচ্চারা বড় হয়ে উঠছে। তাদের পরিবেশের বিষয় সচেতনতা গড়তে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। তাঁবু খাটানো, রিভার ক্রসিং বা জঙ্গলে পথ চলার কৌশলের পাশাপাশি এদিনের এই শিবিরে সাপে কাটা নিয়ে সচেতনতা, পাখি চেনার ‘ক্লাস’ এমনকি, সমস্ত ধরনের নিরাপত্তা বজায় রেখে রিভার ক্রসিং এবং জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চার গেম, বিজ্ঞান মঞ্চের সহায়তায় বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে অনুষ্ঠান, ডাইন প্রথার বিরুদ্ধে অনুষ্ঠান ছিল তিন দিনের এই প্রকৃতি পাঠ শিবিরে। এদিনের এই শিবিরে বিভিন্ন ধরনের আর্ট এক্সিবিশনেরও ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীদের জন্য।
পিয়া গুপ্তা





