TRENDING:

Gas: রান্নার গ্যাস নিয়ে বড় খবর! বাড়ি বাড়ি পৌঁছে যাবে এক সেকেন্ডে, জানুন কী করতে হবে?

Last Updated:

Gas: এদিন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ অন্য সংস্থার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র। ওই সংস্থার আধিকারিকরা শহরের ৪৭টি ওয়ার্ডে গ্যাসের পাইপলাইন পাতার জন্য পুরনিগমের অনুমতি চেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মাটির নীচে পাইপলাইন বসিয়ে প্রাকৃতিক গ্যাস নিয়ে যাওয়া হবে বাড়িতে বাড়িতে। সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে গ্যাস। তার প্রকল্প গ্রহণ করতেই বঠক সারলেন মেয়র। শিলিগুড়ি শহরে পানীয় জলের পাশাপাশি অন্যান্য কেবল লাইনকে মাটির তলা দিয়ে নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করছে পুরনিগম।
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
advertisement

এই খাতে প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে। অন্যদিকে, শহরে বাড়ি বাড়ি গ্যাসের পাইপলাইন পৌঁছে দেওয়ার জন্য হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুরনিগম। সম্প্রতি এই প্রকল্পের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র।

আরও পড়ুন-আগামী ৮০ দিন চরম ভয়ঙ্কর! তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! মঙ্গলের রোষে ৪ রাশির জীবন নরক, আর্থিক সঙ্কট কাঙাল করে ছাড়বে, জানুন আপনার কপালে কী

advertisement

শহরের তার-যন্ত্রণা দূর করতে দীর্ঘদিন ধরেই প্রক্রিয়া চালাচ্ছে পুরনিগম। বিদ্যুতের তার মাটির তলা দিয়ে নেওয়ার জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি কাজ শুরু করেছে। মেয়র গৌতম দেব বলছেন, ‘আপাতত ওই সংস্থা পাইলট প্রোজেক্ট হিসাবে প্রথম পর্যায়ের কাজ শুরু করবে। ৫০০কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে শহরের ১৭টি ওয়ার্ডে ১৯৯ কোটি টাকায় কাজ শুরু হচ্ছে। আপাতত পানীয় জল, গ্যাস এবং কেবল লাইনগুলি মাটির তলা দিয়ে নেওয়া হবে। পরে বাকি সব ওয়ার্ডে এই কাজ হবে।’

advertisement

আরও পড়ুন-কয়েকশো গুণ শক্তি বাড়ছে শনিদেবের…! ইশারায় কাঁপবে গোটা ত্রিভুবন, ভুল করলেই শনির চাবুক, জীবন ছারখার, কাদের কপালে চরম দুর্ভোগ?

এদিন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ অন্য সংস্থার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র। ওই সংস্থার আধিকারিকরা শহরের ৪৭টি ওয়ার্ডে গ্যাসের পাইপলাইন পাতার জন্য পুরনিগমের অনুমতি চেয়েছেন। তাঁরা রীতিমতো কোন মাপের পাইপ পাততে চাইছেন সেটাও মেয়রকে বোঝান। পরে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষে চারণ্য কুমার বলেন, ‘আমরা ধাপে ধাপে আগামী তিন বছরের মধ্যে শিলিগুড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছি। গোটা শহরে মোট ১২০০ কিলোমিটার রাস্তায় পাইপলাইন পাততে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gas: রান্নার গ্যাস নিয়ে বড় খবর! বাড়ি বাড়ি পৌঁছে যাবে এক সেকেন্ডে, জানুন কী করতে হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল