মহিলা কমিশনের সদস্য ডা: অর্চনা মজুমদারের দাবি, এই তিন চা বাগানে একাধিক গরমিল মিলেছে। সমস্যা সমাধানের জন্য তাঁদের ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি। তাঁদের নোটিশ করে শোকজ করা হবে বলে সাফ জানিয়েছেন অর্চনাদেবী।
আরও পড়ুনঃ কফিতে চুমুক আর কলের গান! অন্যরকমভাবে সময় কাটাতে চলে আসুন এই কফি হাউসে, রইল ঠিকানা
advertisement
গত মঙ্গলবার এই চা বাগানগুলি পরিদর্শন করে জাতীয় মহিলা কমিশনের দল। গরমিলের কথা স্বীকার করেছেন জেলার যুগ্ম শ্রম কমিশনার গোপাল বিশ্বাসও। যদিও মহিলা কমিশন নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি কমিশনের কোপে পড়া তিন চা বাগান।
মঙ্গলবার চা বাগান পরিদর্শনের পরেই তিন চা বাগানকে শোকজ করছে জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনের সদস্য ডা: অর্চনা মজুমদারের দাবি, ওই চা বাগানগুলিতে একাধিক গরমিল পাওয়া গিয়েছে। সমস্যা সমাধানের জন্য ডাকা হলেও তাঁরা আসেননি। তাই তাঁদের নোটিশ দিয়ে শোকজ করা হবে।