কফিতে চুমুক আর কলের গান! অন্যরকমভাবে সময় কাটাতে চলে আসুন এই কফি হাউসে, রইল ঠিকানা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
অফিসের কাজের ফাঁকে বা ছুটিতে পরিবারকে নিয়ে সময় কাটাতে আপনি আসতে পারেন এই কফি হাউসে
আসানসোল, রিন্টু পাঁজাঃ গ্রামোফোন দেখেছেন? আশির দশকের অনেকেই হয়তো এটি দেখেছেন। তবে বর্তমান সময়ের ছেলেমেয়েরা হয়তো এটি সম্পর্কে জানেন না। গ্রামোফোনকে বাংলা ভাষায় 'কলের গান'ও বলা হয়। একটা সময় এই গ্রামোফোন দিয়ে বাড়িতে বাজান হত সংগীত। ঐতিহ্যবাহী এই জিনিস আপনি যদি দেখতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আসানসোলের কথাঞ্জলি কফি হাউসে।
advertisement
advertisement
advertisement
advertisement
আপনি চাইলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে এখানে কোনও রিউনিয়ন বা জন্মদিন উদযাপন করতে পারবেন। তার আগে যিনি কফি হাউসের দায়িত্বে রয়েছেন তাঁর সঙ্গে কথা বলে নিতে হবে। প্রত্যেকদিন দুপুর ১২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই কফি হাউস খোলা থাকে। এখানে ঘুরতে আসা দেবপ্রিয় হাজরা বলেন, গ্রামোফোন সচরাচর দেখা যায় না। এটা একটা ইউনিক জিনিস। এখানে এসে কফি খাওয়ার পরে এই গ্রামোফোন দেখে খুবই ভাল লাগল। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)
advertisement
এখন প্রশ্ন হল, কীভাবে আসবেন এই কফি হাউসে? এর জন্য প্রথমে আপনাকে ট্রেনে বা বাসে করে আসতে হবে আসানসোল। এরপর সোজা চলে আসতে হবে আসানসোল বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো বা টোটো করে আপনাকে আসতে হবে বি এন আর মোড়। আপনি চাইলে কুলটি-নিয়মতপুর বা চিত্রা রুটের বাস ধরে বি এন আর মোড়ে আসতে পারেন। নিয়ামতপুর যাওয়ার রাস্তায় বামদিকেই রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় রয়েছে এই কফি হাউস। (ছবি ও তথ্য- রিন্টু পাঁজা)