TRENDING:

South Dinajpur News: শহরের বাজারে যেন এক উৎসবের চেহারা! শীতের নলেন গুড়ের মিষ্টির ব্যাপক চাহিদা

Last Updated:

নলেন গুড়ের মিষ্টির স্বাদ শীতকালে আলাদা এক অভিজ্ঞতা দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শীত পড়তে না পড়তেই উত্তরবঙ্গ জুড়ে নলেন গুড়ের মিষ্টান্নের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। তেমনই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও তার ব্যতিক্রম নয়। শীতের আমেজ পড়তেই বালুরঘাটের বাজার জমে উঠেছে নলেন গুড়ের মিষ্টান্নে। শীতে খাবার বলতেই প্রথম যেটি মাথায় আসে, সেটি হল নলেন গুড়। ঘরের পিঠে-পুলি, পায়েস তো বটেই, দোকানের রকমারি মিষ্টি তৈরিতেও তার মহিমা কম নয়। ডিসেম্বরের শুরু থেকেই শহরের বিভিন্ন মিষ্টির দোকানে নলেন গুড়ের তৈরি টাটকা মিষ্টির চমক দেখা যাচ্ছে। বালুরঘাটের একাধিক মিষ্টির দোকান ঘুরে জানা গেছে, শীতের মরসুমে নলেন গুড়ের রসগোল্লা থেকে সন্দেশ মিষ্টি বিক্রি জমজমাট।
advertisement

এবিষয়ে মিষ্টি বিক্রেতা জানান, “শীতকালে নলেন গুড়ের মিষ্টির চাহিদা এতটাই বেড়ে যায় যে বছরের অন্যান্য সময়ের চেয়ে এইসময় বেশি করে তৈরি করতে হয়। যাঁদের ব্লাড সুগার রয়েছে, তাঁরাও সব ভুলে এক আধদিন স্বাদ নেন নলেন গুড়ের রসগোল্লা এবং সন্দেশের। সারা বছরই সাদা রসগোল্লা ও কাঁচা সন্দেশের সঙ্গে সঙ্গে ঝাল রসগোল্লা ও বিভিন্ন স্বাদের সন্দেশ তৈরি হয়। কিন্তু শীতকালে নলেন গুড়ের রসগোল্লা এবং শুকনো সন্দেশ জাতীয় মিষ্টির চাহিদা বাকিগুলিকে ছাপিয়ে যায়।”

advertisement

আরও পড়ুন: ২৫ বছর ধরে বজায় রয়েছে ঐতিহ্য, আজও এই জায়গায় চলে মোরগ লড়াই

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

ক্রেতারা জানাচ্ছেন, নলেন গুড়ের মিষ্টির স্বাদ শীতকালে আলাদা এক অভিজ্ঞতা দেয়। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি নলেন গুড়ের গুণগত মান এবং মিষ্টির স্বাদ সারা বাংলায় জনপ্রিয়। নলেন গুড়ের মিষ্টান্নের বাজার যে শুধু শীতের আমেজে সীমাবদ্ধ তা নয়, বরং এটি স্থানীয় অর্থনীতির সঙ্গেও জড়িত। বড় আকারের রসগোল্লা এবং নলেন গুড়ের মিহি সুবাসে ভরা সন্দেশ শহরের ক্রেতাদের নজর কেড়েছে। শীতের সকালে এক কাপ চায়ের সঙ্গে নলেন গুড়ের মিষ্টান্ন উপভোগ করার জন্য মানুষের মধ্যে আলাদা উৎসাহ দেখা যায়। ফলে শহরের বাজারে শীতের নলেন গুড়ের মিষ্টান্ন যেন এক উৎসবের চেহারা নিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শহরের বাজারে যেন এক উৎসবের চেহারা! শীতের নলেন গুড়ের মিষ্টির ব্যাপক চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল