TRENDING:

Naka Checking: নাকা চেকিংয়ে মালদহে গাড়ি আটকাল পুলিশ, ভিতরে যা মিলল! চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Naka Checking: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রমোদ কুমার সিং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মহাদেবগঞ্জ এলাকার বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: ভিন্ন রাজ্যে পাচারের আগে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। মানিকচকের চণ্ডীপুর এলাকায় নাকা চেকিংয়ের সময় গাঁজা ভর্তি একটি গাড়ি সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রমোদ কুমার সিং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মহাদেবগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ উদ্ধার করেছে ২০ কেজি ১০০ গ্রাম গাঁজা। একটি চার চাকা গাড়িও হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ভারতেই আছে এই গ্রাম, সুন্দরী বিদেশি মহিলারা আসেন, গর্ভবতী হয়ে ফিরে যান! কোথায় আছে এই গ্রাম?

advertisement

পুলিশ জানিয়েছে, বর্ষবরণের রাতে করা নিরাপত্তাকে মাথায় রেখে মানিকচকের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। চণ্ডীপুর এলাকায় নাকা চেকিংয়ে একটি চারচাকা গাড়ি আসলে পুলিশ দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে।

আরও পড়ুন: ‘যে কোনও সময়…’ বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রী মমতার! জেলায়-জেলায় শোরগোল

গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। তারপরই গাড়িতে থাকা ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মালদহ শহরের দিক থেকে আসা এই গাড়িটি মানিকচকের গঙ্গা নদীর ঘাট হয়ে ঝাড়খণ্ডে যেত।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Naka Checking: নাকা চেকিংয়ে মালদহে গাড়ি আটকাল পুলিশ, ভিতরে যা মিলল! চক্ষু চড়কগাছ সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল