Mamata Banerjee: 'যে কোনও সময়...' বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রী মমতার! জেলায়-জেলায় শোরগোল
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee: মুখ্যসচিব আরও নির্দেশ দেন, ''সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে যে অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন।''
কলকাতা: ”যে কোনও সময় যে কোনও জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই মতো প্রস্তুতি নিয়ে রাখুন।” জেলাশাসকদের সঙ্গে হওয়া ভার্চুয়াল বৈঠকে এমনটাই বললেন রাজ্যের নয়া মুখ্যসচিব।
মুখ্য সচিব আরও বলেন, ”ভোটার তালিকা সংশোধনের যে কাজ হচ্ছে, তা নির্ভুলভাবে আপনারা করুন। এই নিয়ে কোনও অভিযোগ আসা কাম্য নয়।” জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্য সচিব। দুয়ারে সরকারের পরিষেবা ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে। পঞ্চায়েত গুলির অধীনে যে রাস্তা গুলির নির্মাণ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি সেগুলো আপনারা দ্রুত শেষ করুন। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন মুখ্য সচিব।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতেই আছে এই গ্রাম, সুন্দরী বিদেশি মহিলারা আসেন, গর্ভবতী হয়ে ফিরে যান! কোথায় আছে এই গ্রাম?
মুখ্যসচিব আরও নির্দেশ দেন, ”সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে যে অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন, কোনও অভিযোগ যেন পেন্ডিং না থাকে।” জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই বললেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। আজ প্রায় এক ঘন্টা মুখ্যসচিব বৈঠক করেন জেলাশাসকদের নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 01, 2024 3:00 PM IST










