India: ভারতেই আছে এই গ্রাম, সুন্দরী বিদেশি মহিলারা আসেন, গর্ভবতী হয়ে ফিরে যান! কোথায় আছে এই গ্রাম?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India: ভারতে এমন একটি অজানা এবং অবাক করা গ্রাম রয়েছে, যার কাহিনী শুনলে রীতিমতো চমকে যেতে হয়।
কলকাতা: সাধারণ জ্ঞান এমন একটা বিষয়, যার মাধ্যমে অজানাকে জানা যায়। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ দশের বিষয়ে তাই জেনে নেওয়া ভাল। আজ যেমন আপনাদের জানাব, ভারতেই রয়েছে এমন একটি গ্রাম, যেখানে পুরুষদের সঙ্গে সহবাস করে গর্ভবতী হতে আসেন বিদেশি মেয়েরা! হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন।
advertisement
ভারতে এমন একটি অজানা এবং অবাক করা গ্রাম রয়েছে, যার কাহিনী শুনলে রীতিমতো চমকে যেতে হয়। কারণ এই গ্রামে বিদেশ থেকে মহিলারা আসেন এখানকার পুরুষদের সঙ্গে সহবাস করতে। সহবাস করে তারা যখন গর্ভবতী হন, তখন তারা আবার ফিরে যান নিজেদের দেশে।
advertisement
ভারতে কোথায় রয়েছে এমন গ্রাম? কী নাম সেই গ্রামের? এসব জানার আগে প্রথমেই জেনে নেওয়া দরকার এর পিছনে কী ইতিহাস রয়েছে। জানা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতে পরাজিত হয়ে ফিরে যাচ্ছিলেন, সেই সময় তার সেনাবাহিনীর কয়েকজন সৈনিক আর ফিরে না গিয়ে ওই গ্রামেই থাকতে শুরু করে দেন।
advertisement
ওই এলাকার পরে নাম হয় আরিয়ান ভ্যালি বা আর্য গ্রাম। এই গ্রামে যারা বসবাস শুরু করেন, তারা ব্রোকোপা উপজাতির সদস্য হিসাবে পরিচিত হন এবং তারা আলেকজান্ডার সেনাবাহিনীর বংশধর হিসাবে ধরা হয়।
advertisement
আলেকজান্ডারের সেনাবাহিনীর সৈনিকরা ছিলেন অত্যন্ত শক্তিশালী। তাদের ছিল দীর্ঘাকায়, পুরুষালি চেহারা এবং নীল রঙের চোখ। ইউরোপের মহিলারা এইরকম সন্তান লাভের আশাতেই ভারতের এই গ্রামে আসেন এবং সেখানে পুরুষদের সঙ্গে সহবাস করে গর্ভবতী হন।
advertisement
গর্ভবতী হওয়ার পর তারা ফের নিজেদের দেশে ফিরে যান। তাদের বিশ্বাস, এখানকার পুরুষদের সঙ্গে সহবাস করে গর্ভবতী হলে তাদের সন্তানরা হবে আলেকজান্ডার দ্য গ্রেট-এর মতো।
advertisement
ভারতের এই গ্রামে ইউরোপের মহিলারা এসে সহবাস এবং গর্ভবতী হওয়ার জন্য এখানকার পুরুষদের মোটা টাকা দিয়ে থাকেন বলে শোনা যায়। যদিও বর্তমানে একটি এক প্রকার ব্যবসায় পরিণত হয়েছে।
advertisement
দাবি করা হয়, আজও এই আর্য এলাকায় ২০০০ এর বেশি আর্য উপজাতির মানুষ বসবাস করে থাকেন। এখানকার মানুষের পোশাক আশাকও আলাদা এবং তারা পুরুষ মহিলা উভয়েই রঙিন ও আলাদা ধরনের পোশাক পরেন।
advertisement