অ্যাসিড পোকার আক্রমনের উপসর্গ নিয়ে গত কাল থেকে এখনও পর্যন্ত ধূপগুড়িতে হাসপাতালে ৫ জন এসেছেন। এতদিন সিকিমের বহু এলাকায় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিড পোকার (নাইরোবি ফ্লাই) আক্রমণে অসুস্থ হয়েছেন শতাধিক। সেই সব এলাকায় দেখা মিললেও অন্যত্র এর আক্রমণে অসুস্থ হওয়ার ঘটনা ঘটছিল না।
আরও পড়ুন: বড় খবর, করোনার কারণে নোটিশ জারি কলকাতার একাধিক স্কুলের! যা করতে হবে পড়ুয়াদের...
advertisement
কিন্তু এবার দেখা মিলল ধূপগুড়ি পৌরসভা একাধিক ওয়ার্ডে। ২ ওয়ার্ডের বাসিন্দা লক্ষিকান্ত রায়ের ঘাড়ে ঠিক একইরকম পুড়ে যাওয়ার মত দাগ তৈরী হয়েছে এবং ছোট ছোট গোটা লক্ষ্য করা গিয়েছে, যাকে ঘিরে অ্যাসিড পোকার আক্রমণের আতঙ্ক ছড়িয়েছে। এদিকে এই বিরল পোকার আক্রমণের কথা ছরিয়ে পড়ায় রীতিমতো আতঙ্কে রয়েছে শহরবাসী।
আরও পড়ুন: পঞ্চায়েত সদস্য সহ ৩ তৃণমূল নেতা খুন! নৃশংস ঘটনা ক্যানিংয়ে, যাচ্ছেন বিধায়করা
অ্যাসিড পোকার আক্রমণের শিকার লক্ষ্মীকান্ত রায় বলেন, ''টিভিতে দেখেছিলাম যে অ্যাসিড পোকার আক্রমণে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে এবং সেই পোকার আক্রমণে যে ধরনের লক্ষণগুলো দেখা যায়, ঠিক আমার ঘাড়ে সেই ধরনের লক্ষণ নজরে এসেছে। তাই আমরা খুবই আতঙ্কিত।''
---রকি চৌধুরী