Tmc Workers Murder: পঞ্চায়েত সদস্য সহ ৩ তৃণমূল নেতা খুন! নৃশংস ঘটনা ক্যানিংয়ে, যাচ্ছেন বিধায়করা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc Workers Murder: জানা গিয়েছে, মৃত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি। আর বাকি দুজনের নাম ঝন্টু হালদার, ভূতনাথ প্রামাণিক।
#ক্যানিং: ফের মারাত্মক খুনোখুনির ঘটনা রাজ্যে। এবার পঞ্চায়েত সদস্য-সহ শাসক দল তৃণমূলের তিন কর্মী খুন ক্যানিংয়ের গোপালপুর অঞ্চলের কচুয়া পিয়ার পার্ক এলাকায়। ঘটনাস্থলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বিধায়ক পরেশ রামদাস। আরও কয়েকজন বিধায়ক ক্যানিংয়ে যেতে পারেন বলে খবর।
জানা গিয়েছে, মৃত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি। আর বাকি দুজনের নাম ঝন্টু হালদার, ভূতনাথ প্রামাণিক। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন, ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সেখানে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে যোগ দিতেই যাচ্ছিলেন স্বপন মাঝি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক।
advertisement
advertisement
বাইকে চেপে তিন জন যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। প্রথমে গুলি করা হয় তাঁদের। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলাতে কোপও মারা হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় জানা গিয়েছে। শাসক দল তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল।
advertisement
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তবে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2022 11:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Workers Murder: পঞ্চায়েত সদস্য সহ ৩ তৃণমূল নেতা খুন! নৃশংস ঘটনা ক্যানিংয়ে, যাচ্ছেন বিধায়করা