TRENDING:

Kali Puja Baro Maa: নৈহাটির ‘বড়মা’ এবার উত্তরবঙ্গে! কোথায় হচ্ছে এমন কালীপূজো?

Last Updated:

Kali Puja 2024: নৈহাটির বড়মা এবার শহর শিলিগুড়িতে। প্রায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট কালী মূর্তি তৈরি করে শহরবাসীর নজর কাড়তে চলেছে শিলিগুড়ির হায়দার পাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। এবার বড়মার পুজোর দ্বিতীয় বর্ষ তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: নৈহাটির বড়মা এবার শহর শিলিগুড়িতে। প্রায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট কালী মূর্তি তৈরি করে শহরবাসীর নজর কাড়তে চলেছে শিলিগুড়ির হায়দার পাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। এবার বড়মার পুজোর দ্বিতীয় বর্ষ তাদের।
advertisement

শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১২ কুইন্টাল খড়, ১০০টি বাঁশ, ৫০ কেজির সুতো এবং ২ ট্রাক মাটি দিয়ে গড়ে উঠছে এই বিশাল বড়মায়ের মূর্তি। শুধু ২৫ ফুটের বড়মা নয়, পায়ের তলায় শুয়ে রয়েছেন প্রায় ২০ ফুট শিব। শিবের মুখই শুধু প্রায় সাড়ে ৩ ফুট।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা, ট্যাক্সির ধাক্কায় মৃত্যু দুজনের! কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা

advertisement

উত্তরবঙ্গের তথা শিলিগুড়ির মানুষের ইচ্ছে থাকলেও নৈহাটিতে গিয়ে এতটা পথ পেরিয়ে সকলের পক্ষে বড়মা দর্শন সম্ভব হয়ে ওঠে না । গত বছর সেই ভাবনা থেকেই শহরবাসীর কথা ভেবে নৈহাটির বড়মার সূচনা করেছিল পুজো কমিটি। তাঁদের ইচ্ছে প্রতি বছরই তাঁরা ক্লাব প্রাঙ্গণে বড়মার পূজো করবেন। তার জন্য স্থায়ী শেড তৈরি করা হয়েছে। বড়মার সাজসজ্জার জন্য দত্তপুকুরের পিতলের গহনা থাকছে। সব মিলিয়ে শিলিগুড়িবাসীকে ফের একবার তাক লাগাতে চলেছে মহামায়া স্পোর্টিং ক্লাব। এছাড়াও পুজো কমিটির তরফে জানানো হয়েছে পুজোর দিনগুলিতে রয়েছে নানা ধরনের অনুষ্ঠান।

advertisement

View More

আরও পড়ুন: শিয়াদহ দক্ষিণ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ গেল এক যুবকের, পরিবারে হাহাকার

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

ক্লাবের পুজো কমিটির সম্পাদক গোপাল কুন্ডু জনিয়েছেন, ” সকলের ইচ্ছে থাকলেও বড়মা দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। তাই শহরবাসীকে বড়মা দর্শন করাতেই আমদের এই উদ্যোগ”। তিনি আরও বলেন, ” আমরা প্রতিবছরই বড়মার পুজো করব বলে পরিকল্পনা করেছি।” চার দিন ব্যাপী এই কালী পুজোয় এবার সকলের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja Baro Maa: নৈহাটির ‘বড়মা’ এবার উত্তরবঙ্গে! কোথায় হচ্ছে এমন কালীপূজো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল