জানা গিয়েছে , দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি তুলসীহাটার মস্তান মোড় এলাকায় । সকালে বাড়িতেই গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় তাঁকে । পরিবারের লোকজন স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । মৃত্যুর খবর চাউর হতেই ভিড় জমান প্রচুর মানুষ ।
advertisement
আরও পড়ুন - ২ একরের ক্যাম্পাস, ১.৬ লক্ষ বর্গফুটের বিশাল বিল্ডিং! কলকাতার নতুন স্কুল, যেন এক টুকরো শান্তিনিকেতন
জানা গিয়েছে , পরিবারে তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে স্নেহা। মধ্যবিত্ত পরিবারে হলেও পড়াশোনায় মেধাবী ছিল স্নেহা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছিল ওই পড়ুয়া। পরিবারের দাবি , গত কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে দিয়ে কাটছিল। এক নিকট বান্ধবী পরিবারের অমতে বাড়ি ছাড়াই তার ওপর দোষারোপ করেছিল বান্ধবীর পরিবার। শুধু তাই নয় , নানাভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি। ওই চাঁপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে বলেও অভিযোগ।
আরও পড়ুন - FIFA World Cup 2022: জিতেও লাভ হল না জার্মানির, বিদায় বিশ্বকাপ থেকে ! শেষ ষোলয় জাপান, স্পেন
ওই ছাত্রীর বাবা মিন্টু সাহা বলেন, মেয়ে বরাবরই চাপা স্বভাবের। তবে এভাবে আত্মহত্যার পর বেছে নেবে তা কল্পনাও করতে পারিনি। এক বান্ধবীর পরিবার পরিবারের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল। আগেও মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশকে এসংক্রান্ত তথ্য প্রমাণ তুলে দিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই কিভাবে মৃত্যু তা নিশ্চিত হবে। পরিবারের লোকজন কোনও সুনির্দিষ্ট অভিযোগ জানালে তাও খতিয়ে দেখা হবে।
Sebak Deb Sharma