FIFA World Cup 2022: জিতেও লাভ হল না জার্মানির, বিদায় বিশ্বকাপ থেকে ! শেষ ষোলয় জাপান, স্পেন

Last Updated:
হায় কপাল! জিতেও বিশ্বকাপে আর নেই জার্মানি, হেরেও স্পেন রাউন্ড অফ সিক্সটিনে ৷
1/6
#দোহা: বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির৷ গ্রুপ ই -র শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৪- ২ গোলে জিতলেও শেষরক্ষা করতে পারল না৷ গ্রুপ ই তে- একটি জয়, একটি ড্র একটি হারের ফলে বাই বাই কাতার হল তাদের৷ Photo Courtesy- Twitter 
#দোহা: বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির৷ গ্রুপ ই -র শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৪- ২ গোলে জিতলেও শেষরক্ষা করতে পারল না৷ গ্রুপ ই তে- একটি জয়, একটি ড্র একটি হারের ফলে বাই বাই কাতার হল তাদের৷ Photo Courtesy- Twitter 
advertisement
2/6
এদিকে স্প্যানিশ আর্মাডা ডুবিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান৷ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার ফল ২-১ ৷ তাই তারা গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে গেল৷ হারলেও স্পেন গোল পার্থক্যে জার্মানির থেকে এগিয়ে থেকে নক আউটের টিকিট জোগাড় করল৷ Photo Courtesy- Twitter 
এদিকে স্প্যানিশ আর্মাডা ডুবিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান৷ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার ফল ২-১ ৷ তাই তারা গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে গেল৷ হারলেও স্পেন গোল পার্থক্যে জার্মানির থেকে এগিয়ে থেকে নক আউটের টিকিট জোগাড় করল৷ Photo Courtesy- Twitter 
advertisement
3/6
এদিন রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানি শেষ ষোলর টিকিট পাওয়ার জন্য মুহূর্মুহু আক্রমণ তোলে৷ ১০ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন গ্যানব্রি৷ প্রথমার্ধে আর কেউই গোলমুখ খুলতে পারেনি৷ এক গোলে পিছিয়ে থাকা কোস্টারিকা ৫৮ মিনিটে সমতা ফেরায়৷ মরার ওপর খাঁড়ার ঘা ৭০ মিনিটে ম্যানুয়েল ন্যুয়েরর ওন গোল। Photo Courtesy- Twitter 
এদিন রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানি শেষ ষোলর টিকিট পাওয়ার জন্য মুহূর্মুহু আক্রমণ তোলে৷ ১০ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন গ্যানব্রি৷ প্রথমার্ধে আর কেউই গোলমুখ খুলতে পারেনি৷ এক গোলে পিছিয়ে থাকা কোস্টারিকা ৫৮ মিনিটে সমতা ফেরায়৷ মরার ওপর খাঁড়ার ঘা ৭০ মিনিটে ম্যানুয়েল ন্যুয়েরর ওন গোল। Photo Courtesy- Twitter 
advertisement
4/6
পিছিয়ে পড়া জার্মানি আক্রমণে আক্রমণে ভরিয়ে দেয়। ৭৩ ও ৮৫ মিনিটে হাভের্ৎজের জোড়া গোল, ৮৯ মিনিটে ফুলকুর্গের গোলে ৪-২ জিতে যায় জার্মানি৷ Photo Courtesy- Twitter 
পিছিয়ে পড়া জার্মানি আক্রমণে আক্রমণে ভরিয়ে দেয়। ৭৩ ও ৮৫ মিনিটে হাভের্ৎজের জোড়া গোল, ৮৯ মিনিটে ফুলকুর্গের গোলে ৪-২ জিতে যায় জার্মানি৷ Photo Courtesy- Twitter 
advertisement
5/6
এদিকে জাপানের ফের জয় স্পেনকে ২-১ হারাল৷ প্রথমে অবশ্য স্পেনের মোরাতা গোল করেন ম্যাচের ১১ মিনিটে৷ কিন্তু জাপান এবারের বিশ্বকাপে চমক দিতে প্রস্তুত জাপানিরা ম্যাচের ৪৮ ও ৫১ মিনিটে গোল করেন৷ Photo Courtesy- Twitter 
এদিকে জাপানের ফের জয় স্পেনকে ২-১ হারাল৷ প্রথমে অবশ্য স্পেনের মোরাতা গোল করেন ম্যাচের ১১ মিনিটে৷ কিন্তু জাপান এবারের বিশ্বকাপে চমক দিতে প্রস্তুত জাপানিরা ম্যাচের ৪৮ ও ৫১ মিনিটে গোল করেন৷ Photo Courtesy- Twitter 
advertisement
6/6
জাপানের হয়ে গোলদুটি করেন দোয়ান ও তানাকা৷ এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের ২ টি তে জিতে নকআউটে গেল গ্রুপশীর্ষে থেকে৷ Photo Courtesy- Twitter 
জাপানের হয়ে গোলদুটি করেন দোয়ান ও তানাকা৷ এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের ২ টি তে জিতে নকআউটে গেল গ্রুপশীর্ষে থেকে৷ Photo Courtesy- Twitter 
advertisement
advertisement
advertisement