তবে এই বিষয়ে ডিএসএ সেক্রেটারি সুব্রত দত্ত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ডিএসএ সহায়তা পায় পুরসভার কাছ থেকে। বিভিন্ন খেলার সময় জলের ট্যাঙ্ক সাপ্লাই দেওয়া থেকে শুরু করে। মাঠ পরিষ্কার করতে সুইপিং স্টাফ প্রদান করা। এই সকল বিষয়গুলি শুধু জানানো মাত্রই পুরসভা প্রদান করে ডিএসএ-কে। তাই পুরসভার জলের ট্যাঙ্ক রাখার বিষয়ে আলাদা করে তাঁদের বলার কিছু নেই। তাঁরা কোচবিহারের পুরসভার চেয়ারম্যান তথা ডিএসএ-এর সহ-সভাপতিকে জানিয়েছেন বিষয়টি। তিনি তাঁদের আশ্বস্ত করেছেন দ্রুত তাঁরা এই ট্যাঙ্কগুলি সরানোর ব্যবস্থা করবেন।
advertisement
আরও পড়ুন: ঘরে-বাইরে, গাছের ডালে ডালে পেঁচিয়ে সাপ! আচমকা কেন এত সাপের উপদ্রব বেড়ে গেল কোচবিহারে
এই বিষয়ে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ মজুমদার জানান, পুরসভার জায়গার কিছুটা ঘাটতি রয়েছে। সেই তুলনায় জলের ট্যাঙ্ক ও গাড়ির সংখ্যা বেশি। তাই সেগুলি রাখতে কিছুটা সমস্যা হয়। তবে স্টেডিয়ামের ট্যাঙ্কগুলি গ্যারেজ কর্মীরা রেখেছেন। তাই চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেইগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা করা হবে। স্টেডিয়ামের সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব তাঁদেরও রয়েছে। এছাড়া পুরসভার আলাদা গাড়ি রাখার জায়গা তৈরি হলে এই সমস্যা মিটে যাবে। তখন আর পুরসভার গাড়ি যেখানে সেখানে পড়ে থাকবে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও কোচবিহার পুরসভার চেয়ারম্যান জেলার বাইরে থাকার কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন যে, চেয়ারম্যান দ্রুত সেগুলো সরানোর ব্যবস্থা করছেন। বর্তমান সময়ে পুরসভার গাড়িগুলি দ্রুত সরিয়ে ফেলা হলে, স্টেডিয়াম দেখতে আরও অনেকটা সুন্দর হয়ে উঠবে।
Sarthak Pandit





