TRENDING:

North Dinajpur News: বুলেট নিয়ে ছোটেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, কে এই 'মাউন্টেন গার্ল'? আসল পরিচয় জানলে আঁতকে উঠবেন

Last Updated:

North Dinajpur News: বুলেট বাইক নিয়েই রোজ শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুর আসেন সুবর্ণা ম্যাডাম যাকে দেখতে ভিড় জমে ছাত্র-ছাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বুলেট বাইক নিয়েই রোজ শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুর আসেন সুবর্ণা ম্যাডাম যাকে দেখতে ভিড় জমে ছাত্র-ছাত্রীদের। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নলবারী প্রাথমিক বিদ্যালয়-এর এক শিক্ষিকার নজর কাড়া কাণ্ডে সকলেই হতবাক। দিদিমণি আসছেন প্রতিদিনই নিজেই বুলেট গাড়ি চালিয়ে স্কুলে। যখন দিদিমণি আসেন স্কুলে বুলেট গাড়ি চালিয়ে আসেন তখন দেখা যায় স্কুলে গেটের দিকে ছুটতে থাকে পড়ুয়ারা। পড়ুয়ারা তখন বলেন আমাদের দিদিমণি এসে গিয়েছে। আর তখন দিদিমণি হাসিমুখে বাইকটা নির্দিষ্ট জায়গায় রেখে স্কুলের ক্লাসরুমে প্রবেশ করেন হেঁটে।
advertisement

জানা যায়, এই দিদিমণি ফাঁসি দেওয়ার বিধান নগর থেকে প্রতিদিনই স্কুলে আসেন নিজে বুলেট গাড়ি চালিয়ে। যদিও এই দিদিমনির পোশাকি নাম সুবর্ণা মজুমদার হলেও তিনি কিন্তু ফেসবুকে মাউন্টেন গার্ল হিসেবেই পরিচিত। জানা যায়, এই দিদিমণি ইউটিউবে বিভিন্ন ধরনের রিলস প্রায়শই করে থাকেন। আর এর ফলে তার ইউটিউবের প্রায় চার লক্ষ ফেসবুকে এক লক্ষ ৬০ হাজার এবং ইনস্টাগ্রামে ষাট হাজার ফলোয়ার্স রয়েছে।

advertisement

আরও পড়ুন-দুঃসময় শেষ…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! শুক্রের ১০ রাজকীয় চালে ৩ রাশি রাজা, নতুন বছরে জ্যাকপট!

ছোটবেলা থেকেই সুবর্ণা একটু অন্য ধরনের প্রকৃতিতে মানুষ হয়েছেন। লেখাপড়ার পাশাপাশি গান, নাচ, ছবি আঁকাতেও সমান পারদর্শী তিনি। বিএসসি পরীক্ষায় পাশ করে ২০১৭ সালে ডিএলএড পাস করেন তিনি। এরপর ২০২১ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেন এবং সেখানেও পাশ করে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার নলবাড়ি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা হিসেবে যোগ দেন। তার বক্তব্য ছোটবেলা থেকেই তার বাইক চালানোর খুব শখ তাই তার স্বপ্ন ছিল একদিন এই বাইক তিনি নিজে কিনে চালাবেন। আজ স্কুলে চাকরি পেয়ে নতুন বাইক কিনে সেই বাইক নিয়েই এখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন পাশাপাশি স্কুলেও আসেন। আরও জানলে অবাক হয়ে যাবেন এই দিদিমণি তার এই শখের বাইকের নাম দিয়েছেন শ্যাডো। শুধু তাই নয় এই দিদিমণি স্কুলে যেমন আসেন বাইক চালিয়ে তেমনি পাহাড়েও ছুটে বেড়ান বাইক নিয়েই । সম্প্রতি বাইক নিয়ে কলকাতার দিদি নম্বর ওয়ান থেকেও ঘুরে এসেছেন তিনি ।

advertisement

আরও পড়ুন-দিঘায় এবার পা রাখা ভয়ঙ্কর…! পর্যটকদের জন্য যা করল ভারতীয় রেল, জানলে যাওয়ার আগে দু’বার ভাববেন আপনিও

এদিকে দিদিমনির এই কান্ড কারখানাতে প্রশংসায় পঞ্চমুখ নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদঙ্গ কুমার দাসের। তিনি বলেন সুবর্ণা ছাত্র-ছাত্রীদের কাছে খুবই প্রিয় মানুষ। ও যেভাবে পড়ুয়াদের সঙ্গে বন্ধুর মত মিশে যেতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।লেখাপড়ার পাশাপাশি নাচ ,গান, আবৃত্তি আঁকা সবকিছুতেই পড়ুয়াদের উৎসাহ দেন প্রতিনিয়ত। এমনকি সুন্দর করে সাজিয়েছেন নিজে হাতে নিজের স্কুলটাকেও। সুবর্ণা মজুমদার আরো বলেন জীবন একটাই বাঁচলে নিজের শর্তেই বাঁচবো আনন্দ করে বাঁচবো। তিনি আরো বলেন আমি একটা কথাই সবসময় মনে রাখি কারো ক্ষতি করছি তো না।তাই মাউন্টেন গার্ল সুবর্ণা মজুমদার এখন সকল ছাত্র-ছাত্রীদের কাছে চোখের মনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: বুলেট নিয়ে ছোটেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, কে এই 'মাউন্টেন গার্ল'? আসল পরিচয় জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল