সূত্রের খবর, বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বংশীহারী থানার গীট্টি মোড় এলাকায়। ঘটনায় ছিটকে পড়ে রক্তাক্ত হয় দুই বাইক আরোহী। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
আরও পড়ুন: টোটো-৪০৭, বাস-লরি মুখোমুখি সংঘর্ষ…! ব্যাক টু ব্যাক দুর্ঘটনা জাতীয় সড়কে, মৃত ২, আহত ১৩
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষয়টি পথ চলতি মানুষদের নজরে আসতেই তাদের তড়িঘড়ি দক্ষিণ দিনাজপুরের রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই দুই বাইক আরোহীদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী