পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সদ্যোজাত সন্তানের মায়ের নাম মামনি মোহন্ত (২৮)। স্বামী বলরাম দে। জানা গিয়েছে, গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের স্টালিন কলোনি এলাকার বাসিন্দা বলরাম দে। গত রবিবার তার স্ত্রীকে প্রসব যন্ত্রণার জন্য গঙ্গারামপুরের কালদিঘি জীবন জ্যোতি নার্সিংহোমে ভর্তি করেন তিনি। এরপর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মামনি।
advertisement
আরও পড়ুনঃ উমার বিদায়বেলায় বিষাদের নয়, উৎসবের সুর রাজ্যের এক প্রান্তে! হৈমবতীর আগমনের শুভ সূচনা দশমীতেই
শুক্রবার জীবন জ্যোতি নার্সিংহোমের ব্যালকনি থেকে হঠাৎই ঝাঁপ দেন ওই সদ্যোজাত সন্তানের মা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজনেরা তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই সদ্যোজাত সন্তানের মাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও নিরাপত্তার অভাবে মৃত্যু হয়েছে সদ্যোজাত সন্তানের মায়ের। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেননি। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্ত করে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।