TRENDING:

Mother elephant drags dead baby in Dooars: শুঁড়ে জড়ানো মৃত সন্তান, হেঁটে চলেছে মা হাতি, মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সে

Last Updated:

সন্তানের যে ক্ষতি হয়েছে, তা বুঝতে পেরেছিল মা হাতিটি৷ বাগানের একটি ছোট জলের ট্যাঙ্ক থেকে জল পান করার পর সেটিকে তুলে আছাড় মারে সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডুয়ার্স: সন্তানের দেহে প্রাণ নেই৷ কঠিন এই সত্যিটা যে কোনও মায়ের পক্ষেই মেনে নেওয়া কঠিন৷ যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করেও মানব সমাজে অনেক মা এই সত্যিকে মেনে নিতে পারেন না৷ আর জঙ্গলের কোনও বন্যপ্রাণীর পক্ষে তো নিজের সন্তানকে হারানোর সত্যিটা বোঝা আরও কঠিন৷
শাবকের দেহ নিয়ে যাওয়ার চেষ্টা মা হাতির৷
শাবকের দেহ নিয়ে যাওয়ার চেষ্টা মা হাতির৷
advertisement

এমনই মর্মান্তিক এক দৃশ্যের সাক্ষী থাকল ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানের শ্রমিক ও কর্মীরা৷ দেখা গেল, নিজের মৃত সন্তানকে শুঁড়ে জড়িয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছে এক মা হাতি৷ যদি সন্তান বেঁচে ওঠে, এই আশায় নিষ্প্রাণ শাবককে কাছছাড়া করতে নারাজ সে৷

আরও পড়ুন: ডোবার মধ্যে গুটিসুটি মেরে যেন এক দানব! উঠল যখন, ভয়ে সিঁটিয়ে গেল ধূপগুড়ি

advertisement

ডুয়ার্সের চুনাভাটি চা বাগানে দু' দিন আগে ঢুকে পড়ে একটি হাতির দল। এর পর সম্ভবত গতকাল রাতে একটি হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি মা হাতি শুঁড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে। শাবকটির নিথর দেহ মাঝেমধ্যেই মাটিতে পড়ে যাচ্ছিল৷ তা সত্ত্বেও কোনওক্রমে সেই দেহকেই শুঁড়ে জড়িয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মা হাতিটি৷

advertisement

আরও পড়ুন: বাপ রে বাপ! ৯ ফুট লম্বা অজগর বাড়ির সামনে, শিলিগুড়িতে হুলস্থুল, দেখুন ছবি

তবে সন্তানের যে ক্ষতি হয়েছে, তা বুঝতে পেরেছিল মা হাতিটি৷ বাগানের একটি ছোট জলের ট্যাঙ্ক থেকে জল পান করার পর সেটিকে তুলে আছাড় মারে সে৷ এর পর একটি সাইকেলকে সামনে দেখেও সেটিকে আছাড় মারে হাতিটি৷

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা৷ হাতিটির উপরে নজরদারি চালাচ্ছেন তাঁরা৷ মা হাতিটি তার সন্তানকে ছেড়ে গেলেই শাবকটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে৷ তার পরেই শাবকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তবে মৃত সন্তানের প্রতি এক অবলা প্রাণীর এই স্নেহ দেখে একদিকে স্থানীয় বাসিন্দারা যেমন হতবাক, তেমনই চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখে মন খারাপ তাঁদের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

Rocky Chowdhury

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mother elephant drags dead baby in Dooars: শুঁড়ে জড়ানো মৃত সন্তান, হেঁটে চলেছে মা হাতি, মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল