এমনই মর্মান্তিক এক দৃশ্যের সাক্ষী থাকল ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানের শ্রমিক ও কর্মীরা৷ দেখা গেল, নিজের মৃত সন্তানকে শুঁড়ে জড়িয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছে এক মা হাতি৷ যদি সন্তান বেঁচে ওঠে, এই আশায় নিষ্প্রাণ শাবককে কাছছাড়া করতে নারাজ সে৷
আরও পড়ুন: ডোবার মধ্যে গুটিসুটি মেরে যেন এক দানব! উঠল যখন, ভয়ে সিঁটিয়ে গেল ধূপগুড়ি
advertisement
ডুয়ার্সের চুনাভাটি চা বাগানে দু' দিন আগে ঢুকে পড়ে একটি হাতির দল। এর পর সম্ভবত গতকাল রাতে একটি হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি মা হাতি শুঁড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে। শাবকটির নিথর দেহ মাঝেমধ্যেই মাটিতে পড়ে যাচ্ছিল৷ তা সত্ত্বেও কোনওক্রমে সেই দেহকেই শুঁড়ে জড়িয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মা হাতিটি৷
আরও পড়ুন: বাপ রে বাপ! ৯ ফুট লম্বা অজগর বাড়ির সামনে, শিলিগুড়িতে হুলস্থুল, দেখুন ছবি
তবে সন্তানের যে ক্ষতি হয়েছে, তা বুঝতে পেরেছিল মা হাতিটি৷ বাগানের একটি ছোট জলের ট্যাঙ্ক থেকে জল পান করার পর সেটিকে তুলে আছাড় মারে সে৷ এর পর একটি সাইকেলকে সামনে দেখেও সেটিকে আছাড় মারে হাতিটি৷
খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা৷ হাতিটির উপরে নজরদারি চালাচ্ছেন তাঁরা৷ মা হাতিটি তার সন্তানকে ছেড়ে গেলেই শাবকটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে৷ তার পরেই শাবকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তবে মৃত সন্তানের প্রতি এক অবলা প্রাণীর এই স্নেহ দেখে একদিকে স্থানীয় বাসিন্দারা যেমন হতবাক, তেমনই চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখে মন খারাপ তাঁদের৷
Rocky Chowdhury