আরও পড়ুন- ২৩ বছরের দাম্পত্যে ২৪ সন্তানের মা…! মহিলার কীর্তি ফাঁস হতে তাজ্জব সকলেই
জানা গিয়েছে, স্থানীয় উত্তম কবিরাজের পরিবারের তিন সদস্য, মুরগিদের খাবার খাওয়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উত্তমের নিজের ভাই, স্ত্রী ও ছেলে। বাড়ির নিজস্ব পোলট্রি ফার্মে হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।
উত্তম কবিরাজের আর এক ভাইয়ের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। রাত ১০ টা নাগাদ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা জানান মা ও ছেলের মৃত্যু হয়েছে।
advertisement
আরও পড়ুন- বিরাট আবিষ্কার! বোটও চলবে, দূষণও হবে না! জলপথে বিপ্লব আনল দুর্গাপুর
উত্তম কবিরাজের এক ভাই রামচরন কবিরাজ চিকিৎসাধীন রয়েছেন। মৃত গৃহবধূর নাম অনিতা কবিরাজ ও তাঁর ছেলের নাম সুব্রত কবিরাজ বলে আত্মীয় পরিজন ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান।
সুরজিৎ দে