২০২৩ সালের অক্টোবর মাসে সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয়ের কথা এখনও অনেকের মনে আছে। সেই সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সঙ্গেই সেনা বাহিনীর অস্ত্র ভাণ্ডার তিস্তায় ভেসে আসে। বন্যা পরবর্তী সময়ে তিস্তা নদী থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল। বছর দুয়েক কেটে গেলেও সেই প্রক্রিয়া বন্ধ হয়নি।
আরও পড়ুনঃ ৯ বছরের লেখিকা! ছোট্ট বয়সেই বই লিখে ফেলেছে আরূহী, পড়াশোনা-গান সবেতেই পারদর্শী এই খুদে
advertisement
সিকিম পাহাড়ে বিপর্যয়ের পর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দু’বছর। তবে এখনও অস্ত্র উদ্ধার প্রক্রিয়া চলছে। গতকাল কোচবিহারের হলদিবাড়ির বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর চর এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়। এদিন বিকেলে তা নিষ্ক্রিয় করল সেনা বাহিনী।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে বিন্নাগুড়ি সেনা ছাউনির বম্ব ডিস্পোজাল ইউনিটের কর্মীরা নদীর চরে উপস্থিত হন। এরপর সেখানেই মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করা হয়।