Book Writer: ৯ বছরের লেখিকা! ছোট্ট বয়সেই বই লিখে ফেলেছে আরূহী, পড়াশোনা-গান সবেতেই পারদর্শী এই খুদে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
9 Year Old Writer: দ্বিতীয় শ্রেণিতেই প্রকাশিত হয়েছিল আরূহীর প্রথম বই 'MUSINGS OF AN EIGHT-YEAR OLD'। এবার পুজোর আগে পাঠকদের ভালবাসায় ভর করে সেই বইয়ের দ্বিতীয় সংস্করণ আসছে।
সোনারপুর, সুমন সাহাঃ বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই পুজোতেই সামনে আসছে মাত্র ৯ বছরের লেখিকার বই। পুজোর আগেই বই ও গান নিয়ে হাজির হচ্ছে খুদে লেখিকা আরূহী মিশ্র। মাত্র ৯ বছর বয়সেই লেখালেখি ও সংগীতের দুনিয়ায় নিজের প্রতিভার ছাপ রেখে চলেছে সে।
দ্বিতীয় শ্রেণিতেই প্রকাশিত হয়েছিল আরূহীর প্রথম বই ‘MUSINGS OF AN EIGHT-YEAR OLD’। এবার পুজোর আগে পাঠকদের ভালবাসায় ভর করে সেই বইয়ের দ্বিতীয় সংস্করণ আসছে। শুধু তাই নয়, গান নিয়েও বিশেষ চমক নিয়ে আসছে এই খুদে।
আরও পড়ুনঃ চুঁচুড়ার বুকে আস্ত ফ্লাইওভার! পুজোয় শহরবাসীর জন্য বড় চমক, কোথায় তৈরি হল?
বাবা সানি মিশ্র রাজ্য সরকারের শিক্ষা দফতরের আধিকারিক। তিনি নিজেও চারটি বইয়ের লেখক। বাবাকে দেখেই আরূহীর লেখার প্রতি আগ্রহ জন্মায়। অন্যদিকে মা মনীষা মিশ্রর কাছে তাঁর গানের হাতেখড়ি। বর্তমানে নিয়মিত ক্লাসিক্যাল মিউজিকের তালিম নিচ্ছে সে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া স্কুলে পড়াশোনাতেও সমান মনোযোগী আরূহী। ক্লাসের মনিটর, প্রতিটি অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ- সবকিছুতেই উজ্জ্বল উপস্থিতি তাঁর। বাবা-মায়ের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসায় এগিয়ে চলেছে এই খুদে শিল্পী। পুজোর আনন্দের আবহে তাই পাঠক ও শ্রোতাদের জন্য দ্বিগুণ উপহার নিয়ে আসছে সাউথ পয়েন্টের ৯ বছরের প্রতিভাবান ছাত্রী আরূহী মিশ্র। নিজের প্রতিভার জন্য ইতিমধ্যেই এলাকার মানুষ ও বন্ধুবান্ধবের কাছে সে জনপ্রিয় হয়ে উঠেছে। আগামীদিনে যাতে আরও বড় জায়গায় পৌঁছতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই খুদে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
September 25, 2025 9:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Book Writer: ৯ বছরের লেখিকা! ছোট্ট বয়সেই বই লিখে ফেলেছে আরূহী, পড়াশোনা-গান সবেতেই পারদর্শী এই খুদে