জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিধানপল্লী এলাকার কানন কুণ্ডু নামে ওই মহিলা। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ডিভাইডার পারাপার করছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই ডিভাইডারগুলি তৈরি করা হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে। সেই জায়গাতেই বিপজ্জনকভাবে বেরিয়েছিল পথবাতির ইলেকট্রিক তার।
advertisement
লোহার সঙ্গে যা সংযুক্ত হয়ে বিদ্যুৎ সংযুক্ত হয়ে যায় পুরো ডিভাইডার। সংস্পর্শে আসতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার। এই ঘটনায় একদিকে যেমন বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঠিক তেমনই প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলতে ছাড়েননি সাধারণ মানুষ।
ঘটনার প্রতিবাদে করলাভিটা এলাকায় ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা।