SSC: 'SSC-র ভুল, সব দায় এসএসসি-র! চেয়ারম্যানকে জেলে পাঠাব!' উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্ফোরক বিচারপতি! কী এমন ঘটল কলকাতা হাইকোর্টে?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC: হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন বলে, উচ্চপ্রাথমিক নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও হাইকোর্টের নির্দেশ মতন যোগ্য হয়েও চাকরি পাননি একজন। এখন এসএসসি এসে যদি বলে অমুক তমুক সমস্যায় করা যায়নি কেন মানবে আদালত। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এসএসসি চাকরি না দেওয়ার এমন অজুহাত দেখাতে পারে না।
advertisement
বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, ''যদি এসএসসি চেয়ারম্যান সমাধান করতে না পারেন, আদালত তা মেনে নেবে না। ভূগোলের আসন নিয়ে এসএসসি রাজ্য সরকার নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবে, সেটা তাঁদের সমস্যা। এসএসসি কীসের জন্য? এই ধরনের সমস্যা যাতে না হয় তা দেখার জন্যই তো। এসএসসি-র জন্য সমস্যা, তা মেটাতে হবে এসএসসি-কেই। আদালতের নির্দেশ মতো উচ্চপ্রাথমিকের নিয়োগ তালিকার প্রত্যেককে চাকরি দিতে হবে। শেষ সুযোগ দিচ্ছে আদালত। চাকরি এরপরে না পেলে হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে৷'' বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, ''কাউন্সেলিং এসএসসি করে স্কুল বাছাইয়ের জন্য। তাহলে নির্দিষ্ট ক্যাটাগরির শূন্যপদ নেই কেন? রাজ্য সরকার অনুমতি দিলে আমরা করে দেব৷ বা আদালতের কাছে আদেশ প্রার্থনা করতে হবে কেনো? ভূগোলে ৪৪ শূন্যপদের ৩৬ নিয়োগ সম্পূর্ণ। বাকি নিয়োগের ক্ষেত্রে এসএসসি সমস্যায় থাকলে সমস্যা তাদেরকে মেটাতে হবে।''







